স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

মিজোরামের আইজলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের উপস্থিতিতে মিজোরাম সরকারকে আসাম রাইফেলস ব্যাটালিয়নের জমি হস্তান্তর

Posted On: 15 MAR 2025 6:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ মার্চ, ২০২৫

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের উপস্থিতিতে মিজোরামের আইজলে মিজোরাম সরকারের হাতে আসাম রাইফেলস ব্যাটালিয়নের জমি তুলে দেওয়া হয়। মিজোরামের মুখ্যমন্ত্রী শ্রী লালডুহোমা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা এই হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ মিজোরামের উন্নয়নে এই হস্তান্তরকে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, প্রায় ৩৫ বছর ধরে এই বিষয়টি নিয়ে দাবি উঠছিল। দীর্ঘদিনের পুরনো এই দাবি মেটানোর জন্য তিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে বিস্তীর্ণ অঞ্চলকে উন্নয়ের কাজে ব্যবহার করতে পারবে রাজ্য সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোটা উত্তর পূর্বাঞ্চলকে শক্তিশালী করতে বিগত ১০ বছর ধরে সক্রিয়ভাবে কাজ করে চলেছে মোদী সরকার। 

উত্তর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকার কথা তুলে ধরেন তিনি। শ্রী শাহ বলেন, মিজোরামের পরিকাঠামো উন্নয়নে ২৫০০ কোটি টাকার সড়ক প্রকল্পের কাজ চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নত, শান্তিপূর্ণ, সুরক্ষিত ও সুন্দর মিজোরাম গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার অঙ্গীকারবদ্ধ।  

 

SC/MP/NS….


(Release ID: 2111685) Visitor Counter : 23