জাতীয় মানবাধিকার কমিশন
মানবাধিকার বিষয়ক শর্ট ফিল্মের দশম মর্যাদাপূর্ণ বার্ষিক প্রতিযোগিতার ৭ বিজয়ীর নাম ঘোষণা করেছে এনএইচআরসি
এবারে প্রতিযোগীর সংখ্যা ছিল রেকর্ড ৩০৩টি
Posted On:
27 FEB 2025 1:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি , ২০২৫
ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (এনএইচআরসি)২০২৪-এ অনুষ্ঠিত মানবাধিকার সংক্রান্ত শর্ট ফিল্মের দশম মর্যাদাপূর্ণ বার্ষিক প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেছে। ২ লক্ষ টাকার প্রথম পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে ‘দুধগঙ্গা- ভ্যালি’জ ডাইং লাইফলাইন’। জম্মু ও কাশ্মীরের আব্দুল রসিদ-এর এই তথ্যচিত্রটি দুধগঙ্গা নদীর জলে নানা রকমের বর্জ্য অবাধে মেশা এবং উপত্যকার মানুষের সার্বিক ভালোর জন্য এটির পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে। ইংরেজি, হিন্দি এবং উর্দু ভাষার এই ছবিতে ইংরেজি সাব-টাইটেল আছে।
১.৫ লক্ষ টাকার দ্বিতীয় পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশের কাদারাপ্পা রাজুর ‘ফাইট ফর রাইটস’ ছবিটিকে। এই ছবিতে তুলে ধরা হয়েছে বাল্যবিবাহ এবং শিক্ষার বিষয়। তেলুগু ভাষার এই ছবিতে সাব-টাইটেল আছে ইংরেজিতে।
তামিলনাড়ুর শ্রী এস রবিচন্দ্রনের ‘গড’ ছবিটিকে বেছে নেওয়া হয়েছে ১ লক্ষ টাকার তৃতীয় পুরস্কারের জন্য। নির্বাক ছবিটিতে এক বৃদ্ধ মানুষের মাধ্যমে পরিশ্রুত জলের মূল্য তুলে ধরা হয়েছে।
কমিশন এছাড়াও ৪টি ছবিকে বেছেছে ‘সার্টিফিকেট অফ স্পেশাল মেনশন’ হিসেবে। এদের প্রতিটিকেই দেওয়া হয়ে ৫০,০০০ টাকা করে নগদ পুরস্কার। এগুলি হল :
১) তেলেঙ্গানার শ্রী হানিশ উন্দ্রাবাতনার ‘অক্ষরভারষ্যম’। নির্বাক ছবিটিতে শিশু শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
২) তামিলনাডু়র শ্রী আর সেলভম-এর ছবি ‘বিলায়িল্লা পত্তথরি’। তামিল ভাষার ছবিটিতে ইংরেজিতে সাব-টাইটেল আছে। এই ছবিটির বিষয় বৃদ্ধ মানুষদের উদ্বেগ ও অধিকার।
৩) অন্ধ্রপ্রদেশের শ্রী মাদাকা ভেঙ্কট সত্যনারায়নার ‘লাইফ অফ সীতা’। তেলুগু ভাষার ছবিটিতে ইংরেজিতে সাব-টাইটেল আছে। এই ছবিতে ধর্মীয় কারণে শিশু অধিকার লঙ্ঘন এবং সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
৪) অন্ধ্রপ্রদেশের শ্রী রোতলা নবীন-এর ‘বি এ হিউম্যান’। ইংরেজি সাব-টাইটেলে এই হিন্দি ছবিটির বিষয়বস্তু গার্হস্থ্য হিংসা, নারী নির্যাতন, শিশু কন্যা পরিত্যাগ এবং সামাজিক হস্তক্ষেপ।
জ্যুরি বোর্ডের চেয়ারম্যান ছিলেন এনএইচআরসি-র চেয়ারপার্সন বিচারপতি শ্রী ভি রামাসুব্রমনিয়াম। অন্য সদস্যরা হলেন, বিচারপতি ডঃ বিদ্যুৎ রঞ্জন সরঙ্গী, শ্রীমতী বিজয়া ভারতী সায়নী, মহাসচিব শ্রী ভরত লাল, ডিজি ইন্টেলিজেন্স শ্রী আর প্রসাদ মিনা এবং রেজিস্ট্রার (আইন) শ্রী যোগিন্দর সিং।
২০১৫ থেকে চালু হওয়া এনএইচআরসি শর্ট ফিল্ম পুরস্কার কর্মসূচির লক্ষ্য, মানবাধিকার রক্ষায় নাগরিকদের চলচ্চিত্র্রের মাধ্যমে সৃজনশীলতাকে উৎসাহ ও স্বীকৃতিদান। ২০২৪-এর দশম প্রতিযোগিতার জন্য জমা পড়া দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ভারতীয় ভাষার রেকর্ড সংখ্যক ৩০৩টি শর্ট ফিল্ম থেকে ২৪৩টিকে বেছে নেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে পরে।
SC/AP/NS…
(Release ID: 2106659)
Visitor Counter : 12