উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ভারতের ‘পুবে তাকাও নীতি’ পরিবর্তিত হয়েছে ‘পুবে সক্রিয় হও নীতি’তে – গতি এসেছে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে: উপ-রাষ্ট্রপতি

Posted On: 26 FEB 2025 4:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ 

 

উপ-রাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড় বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘পুবে তাকাও নীতি’কে ‘পুবে সক্রিয় হও’তে পরিবর্তন করায় অরুণাচল প্রদেশ সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে গতি এসেছে। 
অরুণাচলের কামলে জেলায় প্রথম যৌথ নিয়োকুম ইউল্লো সমারোহে তিনি বলেন, অরুণাচল প্রদেশে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে। ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা গড়ে তুলতে ১০ কোটি টাকা বিনিয়োগ করতে হয়। অর্থাৎ, অরুণাচল প্রদেশে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। 
তিনি আরও বলেন, ভারত সাংস্কৃতিক বৈচিত্র্যে পূর্ণ এক অতুলনীয় দেশ। নিয়োকুম ইউল্লোর মতো নানা ধরনের উৎসব উদযাপিত হয় দেশ জুড়ে। ঐক্যবদ্ধ ভারত আজ সারা বিশ্বের সমীহ আদায় করে নিয়েছে। 
দেশ ও উত্তর-পূর্বাঞ্চলের বিকাশে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কিরেণ রিজিজুর অবদানের ভুয়সী প্রশংসা করেন উপ-রাষ্ট্রপতি। 

 

SC/AC/SB…


(Release ID: 2106551) Visitor Counter : 29