স্বরাষ্ট্র মন্ত্রক
নতুন দিল্লিতে ‘সাইবার সুরক্ষা এবং সাইবার অপরাধ’ বিষয়ক সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের
Posted On:
11 FEB 2025 11:41AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ ফেব্রুয়ারি ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ‘সাইবার সুরক্ষা এবং সাইবার অপরাধ’ বিষয়ক সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই, শ্রী বন্দী সঞ্জয় কুমার, কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রকের পদস্থ আধিকারিকরা। বৈঠকে ‘সাইবার সুরক্ষা এবং সাইবার অপরাধ’ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ তাঁর ভাষণে বলেন, ভারতে ডিজিটাল পরিকাঠামোর প্রভূত বিস্তার ঘটেছে, যার ফলে সাইবার অপরাধের সংখ্যাও বেড়ে চলেছে। তিনি বলেন, ‘সফটওয়্যার’, ‘পরিষেবা’ এবং ‘ব্যবহারকারী’র মাধ্যমে সাইবার প্রতারণা নিয়ন্ত্রণ করতে না পারলে, সাইবারস্পেস সংক্রান্ত বিষয়ের নিষ্পত্তি অসম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতকে সাইবার সুরক্ষিত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
শ্রী শাহ বলেন, সাইবার অপরাধ সমস্ত ভৌগোলিক সীমারেখাকে মুছে দিয়েছে। ভারতে গত এক দশকে ডিজিটাল বিপ্লবের কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আজ ৯৫ শতাংশ গ্রাম ডিজিটাল সংযুক্ত এবং এক লক্ষ গ্রাম পঞ্চায়েতে ওয়াইফাই ব্যবস্থা রয়েছে। গত ১০ বছরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও সাড়ে ৪ গুণ বেড়েছে।
শ্রী শাহ বলেন, ২০২৪ সালে ইউপিআই-এর মাধ্যমে ১৭.২২১ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে। ২০২৪-এ বিশ্বের
ডিজিটাল লেনদেনের ৪৮ শতাংশ ভারতে হয়েছে। স্টার্টআপ পরিমণ্ডলে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে মন্তব্য করেন শ্রী অমিত শাহ। তিনি জানান, দেশের জিডিপি-তে প্রায় ৩২ লক্ষ কোটি টাকা ডিজিটাল অর্থনীতির অবদান রয়েছে এবং ১.৫ কোটি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। ভারতের মোট অর্থনীতিতে ডিজিটাল অর্থনীতির অবদান রয়েছে ২০ শতাংশ।
সাইবার অপরাধের মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি হেল্পলাইন নম্বর 1930-কে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি উপস্থিত সদস্যদের কাছে আবেদন জানান। তিনি বলেন, সাইবার আর্থিক প্রতারণা মোকাবিলায় এই নম্বর থেকে নানাবিধ পরিষেবা পাওয়া যাবে।
শ্রী শাহ জানান, 14C পোর্টালে ১ লক্ষ ৪৩ হাজার এফআইআর নথিভুক্ত হয়েছে এবং ১৯ কোটির বেশি মানুষ এপর্যন্ত এই পোর্টাল ব্যবহার করেছেন। তিনি আরও জানান, জাতীয় নিরাপত্তার কারণে ৮০৫টি অ্যাপ এবং ৩,২৬৬টি ওয়েবসাইট লিঙ্ক ব্লক করা হয়েছে। সেই সঙ্গে ২০৩৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আটকানো সম্ভব হয়েছে।
SC/MP/AS
(Release ID: 2101904)
Visitor Counter : 70
Read this release in:
Odia
,
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Kannada
,
Malayalam