নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে লিঙ্গভিত্তিক বরাদ্দের উল্লেখযোগ্য দিক

Posted On: 02 FEB 2025 3:36PM by PIB Kolkata

 

নতুন দিল্লি, ০২ ফেব্রুয়ারি, ২০২৪

 

 

কেন্দ্রীয় অর্থ এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করেন। এবারের বাজেটে লিঙ্গভিত্তিক বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করে ৮.৮৬ শতাংশ করা হয়েছে, পূর্ববর্তী অর্থবর্ষে এর পরিমাণ ছিল ৬.৮ শতাংশ।

 

২০২৫-২৬ অর্থবর্ষে মহিলা এবং নাবালিকাদের জন্য ৪.৪৯ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের তুলনায় যা ৩৭.২৫ শতাংশ বেশি। সেবার বরাদ্দের পরিমাণ ছিল ৩.২৭ লক্ষ কোটি টাকা। 

 

এবছর ৪৯টি মন্ত্রক/দপ্তর এবং ৫টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই মর্মে পৃথক বরাদ্দ করা হয়েছে। গত অর্থবর্ষে ৩৮টি মন্ত্রক/দপ্তর এবং ৫টি কেন্দ্রশাসিত অঞ্চলে এক্ষেত্রে পৃথক বরাদ্দ করা হয়েছিল। লিঙ্গভিত্তিক বরাদ্দের সিদ্ধান্তকে কার্যকর করার পর এবছর সব থেকে বেশি মন্ত্রক/দপ্তরকে অন্তর্ভুক্ত করা হল। নতুন যে দপ্তর এবং মন্ত্রকগুলি যুক্ত হয়েছে, সেগুলি হল : প্রাণীসম্পদ বিকাশ ও ডেয়ারি দপ্তর, জৈব প্রযুক্তি দপ্তর, খাদ্য ও গণবন্টন দপ্তর, আর্থিক পরিষেবা দপ্তর, মৎস্য দপ্তর, ভূসম্পদ দপ্তর, ফার্মাসিউটিক্যালস দপ্তর, জলসম্পদ দপ্তর, উন্নয়ন - গবেষণা এবং অভিযোগ নিষ্পত্তি দপ্তর, খাদ্যপ্রক্রিয়াকরণ মন্ত্রক, পঞ্চায়েতি রাজ মন্ত্রক, বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক এবং রেল মন্ত্রক।  

 

এই ৪৯টি মন্ত্রক/দপ্তর ও কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গভিত্তিক বাজেট বরাদ্দের মোট পরিমাণ ১,০৫,৫৩৫ কোটি ৪০ লক্ষ টাকা। যে ১০টি মন্ত্রক/দপ্তর তাদের মোট বাজেটের ৩০ শতাংশের বেশি লিঙ্গভিত্তিক বরাদ্দ করেছে সেগুলি হল : মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক (৮১.৭৯ শতাংশ), গ্রামোন্নয়ন দপ্তর (৬৫.৭৬ শতাংশ), খাদ্য ও গণবন্টন দপ্তর (৫০.৯২ শতাংশ), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর (৪১.১ শতাংশ), নতুন ও পুনর্নবীকরণ যোগ্য জ্বালানী মন্ত্রক (৪০.৮৯ শতাংশ), সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তর (৩৯.০১ শতাংশ), উচ্চ শিক্ষা দপ্তর (৩৩.৯৪ শতাংশ), স্কুল শিক্ষা ও সাক্ষরতা দপ্তর (৩৩.৬৭ শতাংশ), স্বরাষ্ট্র মন্ত্রক (৩৩.৪৭ শতাংশ) এবং পানীয় জল ও পয়ঃনিকাশী দপ্তর (৩১.৫ শতাংশ)। 

 

SC/CB/SKD


(Release ID: 2099065) Visitor Counter : 13