নারী ও শিশু কল্যাণ মন্ত্রক
কেন্দ্রীয় বাজেটে লিঙ্গভিত্তিক বাজেট ব্যয়-বরাদ্দ: উল্লেখযোগ্য দিক
২০২৫-২৬ এ জেন্ডার বাজেটের বরাদ্দ ৮.৮৬% বৃদ্ধি, যা ২০২৪-২৫ এ ছিল ৬.৮%
प्रविष्टि तिथि:
02 FEB 2025 3:36PM by PIB Agartala
নয়াদিল্লি, ২রা ফেব্রুয়ারী ২০২৫: কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন গতকাল সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেন। এই বাজেটের মোট ব্যয় বরাদ্দের অন্তর্ভুক্ত রয়েছে লিঙ্গ সমতা অর্জনের জন্য বরাদ্দ। জেন্ডার বাজেট হিসেবে পরিচিত এই বাজেট বরাদ্দ এবার অনেকটা বেড়েছে। মোট বাজেট বরাদ্দের সাপেক্ষে জেন্ডার বাজেট এর প্রস্তাবিত শেয়ার এবছর দাঁড়িয়েছে ৮.৮৬ শতাংশ। গত অর্থ বছরে জেন্ডার বাজেট এর শতকরা ভাগ ছিল ৬.৮ শতাংশ।
২০২৫-২৬ এর জেন্ডার বাজেট সংক্রান্ত বিবৃতি অনুসারে, এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মহিলা ও মেয়েদের কল্যাণে ৪ লক্ষ ৪৯ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। গত অর্থ বছরে নারী ও মেয়েদের কল্যানে বাজেট মঞ্জুরি দেওয়া হয়েছিল ৩ লক্ষ ২৭ হাজার কোটি টাকা। ওই বিবৃতি অনুসারে, মহিলা ও মেয়েদের কল্যানে গত বছরের তুলনায় এবারের কেন্দ্রীয় বাজেটে ৩৭ শতাংশের অধিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। তাছাড়া, জেন্ডার বাজেট ক্ষেত্রে আগামী অর্থ বছরের জন্য সর্বকালীন রেকর্ড সংখ্যক ৪৯টি মন্ত্রক ও দফতর এবং ৫টি কেন্দ্র শাসিত অঞ্চল ব্যয় বরাদ্দ রেখেছে। চলতি অর্থ বছর ২০২৪-২৫ এ জেন্ডার বাজেটের জন্য বরাদ্দ করে ৩৮টি মন্ত্রক ও দফতর এবং ৫টি কেন্দ্র শাসিত অঞ্চল।
আগামী অর্থ বছরের জন্য নতুন করে ১২ টি মন্ত্রক/দপ্তর ব্যয়-বরাদ্দ রাখার কথা জানিয়েছে। এগুলি হল পশুপালন ও ডেয়ারি দপ্তর, জৈবপ্রযুক্তি দপ্তর, খাদ্য ও গণবন্টন দপ্তর, আর্থিক পরিষেবা দপ্তর, মৎস্য দপ্তর, ভূমি সম্পদ দপ্তর, ওষুধ বিজ্ঞানদপ্তর, জল সম্পদ বিভাগ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন দপ্তর, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক, পঞ্চায়েতি রাজ মন্ত্রক, বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক এবং রেল মন্ত্রক।
২০২৫-২৬ এর জন্য ৪৯ টি মন্ত্রক/দফতর এবং ৫টি কেন্দ্রশাসিত অঞ্চল লিঙ্গভিত্তিক বাজেট বিবৃতির 'এ',' বি' এবং 'সি' অংশে বরাদ্দের কথা জানিয়েছে। এর মধ্যে ১৭টি মন্ত্রক/দফতর ও ৫ কেন্দ্র শাসিত অঞ্চল ১,০৫,৫৩৫.৪০ কোটি টাকা জেন্ডার বাজেট এর জন্য বরাদ্দ করেছে, যা জেন্ডার বাজেট বিবৃতির 'এ' অংশে ১০০% মহিলা ভিত্তিক স্কিম হিসেবে উল্লেখিত এবং যা মোট ব্যয় বরাদ্দের ২৩.৫০%।
এছাড়া ৩৭ টি মন্ত্রক/দফতর ও ৪টি কেন্দ্র শাসিত অঞ্চল বরাদ্দ রেখেছে ৩,২৬,৬৭২.০০ কোটি টাকা (৭২.৭৫%) যা থেকে মহিলাদের জন্য ৩০-৯৯% ব্যয় করা হবে ('বি' অংশে উল্লেখিত); এবং ২২টি মন্ত্রক/দফতর বরাদ্দ রেখেছে ১৬,৮২১.২৮ কোটি টাকা (৩.৭৫%) যা থেকে মহিলাদের জন্য অনূর্ধ ৩০% ব্যয় করবে ('সি' অংশে উল্লেখিত)।
এছাড়া, ২০২৫-২৬ এর বাজেটে ১০ টি মন্ত্রক/দফতর লিঙ্গগত বাজেটে ৩০ শতাংশের বেশি বরাদ্দ করেছে। এইগুলো হচ্ছে, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক (৮১.৭৯%), গ্রামোন্নয়ন দফতর (৬৫.৭৬%), খাদ্য ও গণবন্টন দফতর (৫০.৯২%), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর (৪১.১০%), নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক (৪০৮৯%), সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন দফতর (৩৯.০১%), উচ্চ শিক্ষা বিভাগ (৩৩.৯৪%), বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দফতর (৩৩.৬৭%), স্বরাষ্ট্র মন্ত্রক (৩৩.৪৭%) এবং পানীয় জল ও স্বাস্থ্যবিধি দফতর (৩১.৫০%)।
SKC/KG/PS/KMD
(रिलीज़ आईडी: 2099005)
आगंतुक पटल : 105
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English