অর্থমন্ত্রক
কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬-এ পর্যটনকে কর্মসংস্থান বৃদ্ধির অন্যতম ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে
Posted On:
01 FEB 2025 1:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২৫
দেশে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬-এ পর্যটনকে এক বিশেষ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ সংসদে বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন বলেন, আতিথেয়তা, হোম স্টে-গুলির জন্য মুদ্রা ঋণ, সহজে ভ্রমণের ব্যবস্থা করা, পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহ তরুণদের সর্বাত্মক দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পথ সুগম করা হবে।
তিনি বলেন, রাজ্যগুলির সঙ্গে যৌথ অংশীদারিত্বের মাধ্যমে দেশের ৫০টি পর্যটন স্থলকে ঢেলে সাজানো হবে। এ প্রসঙ্গে হোটেল সহ পর্যটনের প্রধান প্রধান পরিকাঠামোগুলির কথা উল্লেখ করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে, এমন জায়গাগুলির প্রতি বিশেষ নজর দেওয়া হবে। শ্রীমতী সীতারমন বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যৌথভাবে চিকিৎসা পর্যটনকে উন্নত করার ওপরও জোর দেন।
জ্ঞান ভারত মিশন
অর্থমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, সংগ্রহালয়, গ্রন্থাগার এবং বেসরকারি সংগ্রাহকদের সঙ্গে মিলিতভাবে আমাদের পান্ডুলিপির ঐতিহ্যকে সংরক্ষিত করা হবে। এর আওতায় আনা হবে ১ কোটির বেশি পান্ডুলিপি।
কর্মসংস্থান প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন:
http://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098444
SC/MP/NS
(Release ID: 2098881)
Visitor Counter : 7
Read this release in:
Marathi
,
Malayalam
,
Kannada
,
Khasi
,
English
,
Urdu
,
Hindi
,
Nepali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil