অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৫-২৬ অর্থবর্ষে প্রকৃত জিডিপি-র হার ধরা হয়েছে ৬.৪%

Posted On: 01 FEB 2025 12:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি , ২০২৫

 

দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশের পর ভারত এখন বিশ্বের নজর কেড়ে নিয়েছে। কারণ, বিশ্বজুড়ে অর্থনৈতিক ব্যবস্থায় এই মুহূর্তে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এই অবস্থায় ভারত অন্তর্ভুক্তিমূলক আর্থিক অগ্রগতির ওপর বিশেষ জোর দিচ্ছে। আজ সংসদে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করেন। এতে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার ধরা হয়েছে ৬.৪ শতাংশ। অন্যদিকে নামমাত্র জিডিপি-র হার ধরা হয়েছে ৯.৭ শতাংশ। 

২০২৪-২৫ অর্থবর্ষে সরকার রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল জিডিপি-র ৪.৮ শতাংশ। ২০২৫-২৬-এ তা কমে দাঁড়িয়েছে ৪.৪ শতাংশ।

 ২০২৫-২৬ অর্থবর্ষে বাজেট বরাদ্দ ধরা হয়েছে ১১.২১ লক্ষ কোটি টাকা (জিডিপি-র ৩.১ শতাংশ)। এই বরাদ্দ ২০১৯-২০ অর্থ বর্ষের তুলনায় প্রায় ৩.৩ গুণ বেশি। ২০২৪-২৫ অর্থবর্ষে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগও বেড়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে এপ্রিল-অক্টোবর পর্বে এফডিআই-এর পরিমাণ ছিল ৪২.১ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে ২০২৪-২৫ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ৪৮.৬ বিলিয়ন মার্কিন ডলার। 


ডিসেম্বর ২০২৪-এর শেষে ভারতের বিদেশী মুদ্রা সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪০.৩ বিলিয়ন মার্কিন ডলার যা ভারতের বিদেশী ঋণের ৯০ শতাংশ মেটাতে সক্ষম। 


রিজার্ভ ব্যাঙ্কের হিসেব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতির হার ৪.৬ শতাংশ এবং দ্বিতীয় ত্রৈমাসিকে ৪.০ শতাংশে দাঁড়াতে পারে। তবে আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতা মুদ্রাস্ফীতির প্রভাব ফেলতে পারে, এমনটাই অনুমান রিজার্ভ ব্যাঙ্কের। 


SC/MP/NS…


(Release ID: 2098728) Visitor Counter : 42