প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

২০২৫-এর বাজেট অধিবেশনের সূচনায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বক্তব্য

Posted On: 31 JAN 2025 11:35AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি , ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সংসদ ভবন চত্বরে ২০২৫-এর বাজেট অধিবেশনের শুরুর দিনে সংবাদমাধ্যমের সামনে তাঁর বক্তব্য পেশ করেন। বিত্তদেবী লক্ষ্মীর  প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাজেট অধিবেশনের সূচনা উপলক্ষে আজ দেবী লক্ষ্মীকে স্মরণের দিন। তিনি সমৃদ্ধি ও কল্যাণের প্রতীক। দেশের প্রতিটি গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কল্যাণের জন্য তিনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রার্থনা করেন। 

ভারতের সাধারণতন্ত্রের ৭৫-তম বর্ষপূর্তির কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, গণতান্ত্রিক দুনিয়ায় এর বিশেষ স্থান রয়েছে। এটি ভারতের শক্তি ও গুরুত্বের বার্তাকে তুলে ধরছে। 

পর পর ৩ বার সরকার গঠনে সুযোগ দেওয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৃতীয়বারের সরকারের এটি প্রথম পূর্ণাঙ্গ বাজেট। ২০৪৭ সালে, ভারত যখন ১০০-তম স্বাধীনতা দিবস উদযাপন করবে, তখন উন্নত ভারত গড়ার লক্ষ্য সফল হবে বলে মন্তব্য করেন শ্রী মোদী। তিনি বলেন, এই বাজেট অধিবেশন দেশের ১৪০ কোটি নাগরিকের মধ্যে নতুন আস্থা ও শক্তির সঞ্চার করবে। তাঁর সরকারের তৃতীয়বারের কার্যকালে ভৌগোলিক, সামাজিক বা আর্থিক দিক থেকে দেশের সর্বাত্মক বিকাশের লক্ষ্যে কাজ করার বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই অধিবেশনে বেশ কয়েকটি ঐতিহাসিক বিল ও প্রস্তাব নিয়ে আলোচনা হবে এবং  এগুলি আইনে পরিণত হলে, দেশ শক্তিশালী হবে। মহিলাদের মর্যাদা ও সম্মান রক্ষায় তাঁর সরকারের অঙ্গীকারের কথা ফের জানান শ্রী মোদী। দ্রুত উন্নয়নের লক্ষ্যে সংস্কার, কার্য সম্পাদন এবং রূপান্তরের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। এক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মিলিত প্রয়াসের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 

যুব শক্তির গুরুত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকের ২০-২৫ বছর বয়সী তরুণরা উন্নত ভারতের সবচেয়ে বেশি সুবিধা পাবেন, তাঁরা তখন ৪৫-৫০ বছরে পৌঁছবেন। বর্তমান তরুণ প্রজন্মের সঙ্গে ১৯৩০ এবং ১৯৪০-এর দশকে দেশের স্বাধীনতার জন্য আন্দোলনকারী তরুণদের তুলনা টেনে তিনি বলেন, সেই সময়ের তরুণদের মিলিত প্রয়াসের ফলেই স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল। একইভাবে আগামী ২৫ বছর সমৃদ্ধ ও উন্নত ভারত গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্ম নিজেদের উৎসর্গ করবে। এই বাজেট অধিবেশনে উন্নত ভারতের ভাবনাকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার জন্য সমস্ত সাংসদের কাছে আর্জি জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটি হল তরুণ সাংসদদের কাছে এক সুবর্ণ সুযোগ। সভার কাজে সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতার মাধ্যমে তাঁরা উন্নত ভারতের সুফল লাভ করতে পারবেন। 

বাজেট অধিবেশন দেশের আশা-আকাঙ্খা পূরণে সক্ষম হবে বলে আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০১৪ সালের পর এটিই প্রথম সংসদের অধিবেশন, যার সূচনার আগে কোনো বৈদেশিক শক্তির অস্থিরতা সৃষ্টির ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, গত এক দশকে এটাই প্রথম অধিবেশন, যেখানে বিদেশের কোনো অংশ থেকেই এ ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টার ঘটনা ঘটেনি।  


SC/MP/NS


(Release ID: 2097934) Visitor Counter : 8