নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক
২০২৫ – এর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ প্রত্যক্ষ করতে ৮০০ জন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে এমএনআরই
Posted On:
23 JAN 2025 12:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ জানুয়ারি, ২০২৫
২৬ জানুয়ারি নতুন দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ প্রত্যক্ষ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮০০ জন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক( এম এন আর ই)। এই উদ্যোগে ব্যক্তিবর্গ ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের প্রথম সারির প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠীর সাফল্যকে তুলে ধরাই এর উদ্দেশ্য। সেইসঙ্গে, ভারতের সুস্থায়ী শক্তি রূপান্তরের ক্ষেত্রে তাঁদের অবদানকেও তুলে ধরা হবে।
আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন – প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় সুবিধাভোগীরা সহ পুনর্নবীকরণযোগ্য শক্তির সঙ্গে জড়িত কর্মী এবং পিএম কুসুম প্রকল্পে জড়িতরা। দেশ জুড়ে পরিচ্ছন্ন জ্বালানীর প্রসারে সমস্যার সমাধানের লক্ষ্যে নাগরিকদের ক্ষমতায়ন ঘটাতে মন্ত্রকের চলতি প্রয়াসকে তাঁদের সাফল্যের মধ্য দিয়ে তুলে ধরা হবে।
বিশেষ অতিথিরা কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী, সচিব শ্রীমতী নিধি খারে এবং এমএনআরই-র পদস্থ আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন। এমএনআরই তাঁদের পিএম সংগ্রহালয় এবং জাতীয় যুদ্ধ স্মারক ঘুরে দেখানোর ব্যবস্থা করেছে।
এমএনআরই-র পুনর্নবীকরণযোগ্য শক্তি উদ্যোগের ক্ষেত্রে প্রতিটি আমন্ত্রিত অতিথিই সুস্থায়ী উন্নয়ন ও ক্ষমতায়নের গল্পকে তুলে ধরেন। তাঁদের এই সফর স্মরণীয় ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে মন্ত্রক থাকা-খাওয়া ও সহায়ক নানা ব্যবস্থা নিয়েছে।
এই ব্যক্তিবর্গকে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখতে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে এমএনআরই আরও সবুজ ও সুস্থায়ী ভবিষ্যতের ভারতের যাত্রাপথে সংঘবদ্ধভাবে জড়িত ব্যক্তিবর্গের সাফল্যকে তুলে ধরতে চায়।
SC/AB/SB
(Release ID: 2095410)
Visitor Counter : 12