স্বরাষ্ট্র মন্ত্রক
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় এনডিআরএফ-এর ২০তম প্রতিষ্ঠা দিবসে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ
Posted On:
19 JAN 2025 6:01PM by PIB Kolkata
নতুনদিল্লি ১৯ জানুয়ারী ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় এনডিআরএফ-এর ২০তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে শ্রী শাহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন এবং প্রায় ২২০ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরমধ্যে রয়েছে ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের ন্যাশনাল সাউথ ক্যাম্পাস, এনডিআরএফ-এর ১০-ম ব্যাটেলিয়ন এবং সৌপল ক্যাম্পাসের আঞ্চলিক প্রতিরোধ কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রী হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমিতে একটি নতুন সুসংহত শ্যুটিং রেঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং তিরুপতিতে আঞ্চলিক ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী রামমোহন নায়ডু, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী বান্দি সঞ্জয় কুমার, স্বরাষ্ট্র সচিব শ্রী গোবিন্দ মোহন এবং এনডিআরএফ-এর মহা নির্দেশক শ্রী পীযূষ আনন্দ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী বলেন, প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধারে এগিয়ে আসে এনডিআরএফ আর মানবঘটিত বিপর্যয়ে এগিয়ে আসে নরেন্দ্র মোদী সরকার। ২০১৯ থেকে ২০২৪ এই ৫ বছরে অন্ধ্রপ্রদেশ মানব ঘটিত দুর্যোগে অনেক বিপত্তির মুখে পড়েছে। যাতে ব্যাহত হয়েছে রাজ্যের প্রভূত সম্ভাবনা। তিনি বলেন, এই সময়কালে উন্নয়নের ক্ষতির ভার কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রবাবু নায়ডু অন্ধ্রপ্রদেশের উন্নয়নের গতিকে ৩ গুণ প্রসারিত করেছেন। সক্ষম প্রশাসন, আর্থিক এবং উন্নয়নমূলক কৌশলের মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চন্দ্রবাবু নায়ডু-র প্রশংসা করেন স্বরাষ্ট্র মন্ত্রী । তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী অন্ধ্রপ্রদেশে ৬ মাসে ৬ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ ও সাহায্যে জুগিয়েছেন। তিনি আরও বলেন, অন্ধ্রপ্রদেশের গর্বের প্রতীক বিশাখাপত্তনম ইস্পাত কারখানার ভবিষ্যত সম্ভাবনার দিকে তাকিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা অতি সম্প্রতি ১১ হাজার কোটি টাকা অনুমোদন করেছে। চন্দ্রবাবু নায়ডুর ইচ্ছানুসারে রাজ্যের রাজধানী হিসেবে অমরাবতীকে সগৌরবে ভূমি পুজোর মাধ্যমে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের উচ্চাকাঙ্খী নানা প্রকল্পকে অবহেলা করায় বিগত সরকারের সমালোচনা করেন তিনি।
শ্রী শাহ বলেন, বিগত ৬ মাসে রাজ্যের রাজধানী হিসেবে অমরাবতীকে গড়ে তোলার চন্দ্রবাবু নায়ডুর দৃষ্টিভঙ্গিকে বাস্তব রূপ দিতে কেন্দ্র অমরাবতী প্রকল্পে হাডকো এবং বিশ্ব ব্যাঙ্কের মাধ্যমে ২৭,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। নতুন রেলওয়ে জোনের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে এবং পোলাভারম থেকে জল ২০২৮ সালের মধ্যে রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে। ১,৬০০ কোটি টাকা ব্যয়ে এইমস হাসপাতাল প্রকল্প চালু এবং বিশাখাপত্তনমকে গ্রীণ হাইড্রোজেন হাব হিসেবে গড়ে তুলতে ২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, অন্ধ্রপ্রদেশের জন্য গত ৬ মাসে ১ লক্ষ ২০ হাজার কোটি টাকার জাতীয় সড়ক এবং পরিকাঠামো প্রকল্প অনুমোদন করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার দৃঢ়তার সঙ্গে চন্দ্রবাবু নায়ডুর পাশে রয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত এক দশকে জাতীয় বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপণায় উল্লেখযোগ্য সাফল্য এসেছে। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পুলিশ, থানা, এনসিসি, স্কাউট সকলেই সমন্বিতভাবে বিপর্যয় মোকাবিলার কাজে একসাথে কাজ করছে। এই ব্যবস্থাপণা ক্ষেত্রে উদ্দেশ্য এবং কার্যবিধির যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ত্রাণ কেন্দ্রিক অভিমুখকে বর্তমানে উদ্ধার কেন্দ্রিক অভিমুখে রূপান্তর ঘটানো হয়েছে। বিপর্যয়ে প্রানহানির সংখ্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যকে সামনে রাখা হয়েছে। এক্ষেত্রে এনডিআরএফ, এনডিএমএ এবং এনআইএমডি সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে।
শ্রী অমিত শাহ বলেন, এনডিআরএফ দেশের মধ্যেই কেবল বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান নয়, বিশ্ব জুড়ে অতি অল্প সময়ে তা স্বীকৃতিলাভ করেছে। বিগত দুটি বড়মাপের প্রাকৃতিক ঝঞ্ঝায় কোনো জীবনহানি না ঘটায় এনডিআরএফ-এর বিরাট ভূমিকা রয়েছে। নেপাল, ইন্দোনেশিয়া, তুরস্ক, মায়ানমার, ভিয়েতনাম প্রভৃতি দেশে এনডিআরএফ-এর কাজেরও প্রশংসা করেছেন সেইসব দেশের প্রধানরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার বিপর্যয় ব্যবস্থাপণায় দ্বাদশ অর্থ কমিশনের ১২,৫০০ কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে চতুর্দশ অর্থ কমিশনে ৬১,০০০ কোটি টাকা করেছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত সিডিআরআই অর্থাৎ বিপর্যয় প্রতিরোধ পরিকাঠামো জোট গড়ে তুলেছে। বর্তমানে এই জোটের অন্তর্ভুক্ত ৪৮টি দেশ। বিপর্যয় ব্যবস্থাপণা ক্ষেত্রে জনসচেতনতা গড়ে তুলতে মোদী সরকার নানা অ্যাপ, ওয়েবসাইট এবং পোর্টাল চালু করেছে বলে তিনি জানান। দেশের লক্ষ লক্ষ মানুষ এইসব অ্যাপের সঙ্গে যুক্ত এবং তারা নিজ নিজ ভাষাতেও এই অ্যাপের উপযোগিতা গড়ে তুলেছেন। ডায়াল ১১২-এর মতো সাধারণ সতর্কবার্তা প্রোটোকল মানুষের উপকারে লাগছে। শ্রী শাহ বলেন, আজ আরও দুটি প্রতিষ্ঠান এই কাজের সঙ্গে যুক্ত হচ্ছে। কেন্দ্রকে নিখরচায় জমি দিয়েছেন চন্দ্রবাবু, সেখানে এনডিআরএফ-এর দশম ব্যাটলিয়ন এবং এনআইডিএম-এর দক্ষিণ ভারত শাখা গড়ে উঠেছে।
SC/AB/CS…
(Release ID: 2094539)
Visitor Counter : 5