রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের প্রশিক্ষণরত আধিকারিকরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন

Posted On: 14 JAN 2025 12:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি, ২০২৫

 

২০২৪ ব্যাচের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের প্রশিক্ষণরত আধিকারিকরা আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন। 

রাষ্ট্রপতি তাঁদের উদ্দেশে বলেন, প্রশাসন এবং নীতি প্রণয়নের ক্ষেত্রে পরিসংখ্যান ও রাশি-বিজ্ঞানের বড় ভূমিকা রয়েছে। এই প্রণালীর মধ্যে দিয়েই স্বাস্থ্য, শিক্ষা, জনসংখ্যা, কর্মসংস্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের প্রাসঙ্গিক তথ্যাদি সরকারের কাছে পৌঁছে যায়। পরিসংখ্যান ও রাশি-বিজ্ঞানের বিষয়টি দক্ষ প্রশাসন এবং আর্থ-সামাজিক বিকাশের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

রাষ্ট্রপতি আরও বলেন, তথ্য সংগ্রহের সময় সাধারণ মানুষের প্রতি সংবেদনশীল আচরণ করা দরকার। অন্তর্ভুক্তি এবং ধারাবাহিক বিকাশের ক্ষেত্রে রাশি-বিজ্ঞান সংক্রান্ত অনুসন্ধান বিশেষভাবে জরুরি।

 

SC/AC/DM


(Release ID: 2092799) Visitor Counter : 11