স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ নতুন দিল্লিতে পুলিশ, গবেষণা ও উন্নয়ন ব্যুরো (বিপিআর অ্যান্ড ডি) পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন
Posted On:
09 JAN 2025 6:47PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ জানুয়ারি, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ নতুন দিল্লিতে পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরো (বিপিআর অ্যান্ড ডি) পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, বিপিআর অ্যান্ড ডি-এর মহানির্দেশক এবং স্বরাষ্ট্রমন্ত্রকের পদস্থ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বিপিআর অ্যান্ড ডি-র ৬টি শাখার সামগ্রিক পর্যালোচনা করেন। তাদের সাফল্য, চলতি কাজকর্ম ও ভবিষ্যতের পথদিশা নিয়েও আলোচনা করেন। নতুন ফৌজদারি আইন (এনসিএল) প্রণয়নের বিষয়ে বিপিআর অ্যান্ড ডি-র উদ্যোগের পর্যালোচনা করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, বিপিআর অ্যান্ড ডি ভারতীয় পুলিশ বাহিনীকে পুলিশী ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার জন্য একটি ঝকঝকে বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ সংক্রান্ত বিভিন্ন বিষয় মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের তাদের কর্মপন্থা স্থির করতে হবে। ফরেন্সিক বিশেষজ্ঞদের ও কারাগারের অধিকারিকদের অপরাধ দমনের পন্থা পদ্ধতি নিয়েও আরও চিন্তাভাবনা করার আহ্বান জানান তিনি।
শ্রী শাহ বলেন, পুলিশী ব্যবস্থায় যেসব চ্যালেঞ্জ রয়েছে তৃণমূল স্তরেই তার মোকাবিলার জন্য গবেষণায় যোগ দিতে হবে বিপিআর অ্যান্ড ডি-কে। তিনি গবেষণাধর্মী পড়াশুনার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে সহযোগিতার উপরেও গুরুত্ব দেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এনসিএল প্রশিক্ষণ এবং তা কার্যকর করার ক্ষেত্রে ব্যুরোর ভূমিকার প্রশংসা করেন। পুলিশী ব্যবস্থার আধুনিকীকরণ, মানোন্নয়ন এবং কারাগার ব্যবস্থাপনার উন্নয়নেও জোর দেন। পুলিশী ব্যবস্থায় বিভিন্ন সমস্যার মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে সমন্বয়ের উপরেও গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। শ্রী শাহ ব্যুরোর যথাযথ কাজ চালিয়ে যাওয়ার জন্য সবরকম সহায়তার আশ্বাস দেন।
SC/PM/SKD/
(Release ID: 2091731)
Visitor Counter : 5