প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

স্বাভিমান অ্যাপার্টমেন্টস্‌ - এর সুবিধাপ্রাপকদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা

Posted On: 03 JAN 2025 8:24PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ জানুয়ারি, ২০২৫ 

 

‘সকলের জন্য আবাস’ – এর প্রতি দায়বদ্ধতার অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির অশোক বিহারে বস্তি পুনর্বাসন প্রকল্পের আওতায় ঝুগগি ঝুপড়ির বাসিন্দাদের জন্য তৈরি হওয়া স্বাভিমান অ্যাপার্টমেন্টস্‌ পরিদর্শন করেন। সুবিধাপ্রাপকদের সঙ্গে কথাও বলেন তিনি। 
সরকারের এই আবাসন উদ্যোগের ফলে ইতিবাচক পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আলাপচারিতায় কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বিনয়ের সঙ্গে জানান যে, তাঁর নিজস্ব বাড়ি না থাকলেও সুবিধাপ্রাপকরা তা পেয়ে গেছেন। সুবিধাপ্রাপকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অশেষ কৃতজ্ঞতা জানানো হয়। 
প্রধানমন্ত্রী শ্রী মোদী ঐক্য ও প্রগতির প্রসঙ্গে বলেন, একত্রিত থাকলে এই দেশে অনেক কিছুই করা সম্ভব। তিনি আরও বলেন, অসচ্ছল পরিবারের ছেলেমেয়েরা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে খেলাধূলায় অত্যন্ত ভালো ফল করছে এবং দেশকে গর্বিত করছে। সুবিধাপ্রাপকদের পরিবারের একটি কিশোর প্রধানমন্ত্রীকে জানায় যে, সে সৈনিক হতে চায়। প্রধানমন্ত্রী তাকে উৎসাহ দেন। এক কিশোরী প্রধানমন্ত্রীকে জানায় যে, সে পড়াশোনা করে শিক্ষিকা হতে চায়। তাকেও উৎসাহ দেন প্রধানমন্ত্রী। 
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক কিংবা অটো রিক্সা চালকরা এখন নিজেদের ভবিষ্যৎ আরও ভালোভাবে গড়ে নিতে পারবেন। তাঁর এক প্রশ্নের উত্তরে সুবিধাপ্রাপকরা বলেন, তাঁরা উৎসব পালন করবেন একসঙ্গে। 
আলাপচারিতার শেষভাগে প্রধানমন্ত্রী আশ্বাস দেন যে, যাঁরা এখনও স্থায়ী বাড়ি পাননি, তাঁরা তা পেয়ে যাবেন। সরকার নিশ্চিত করছে যে, দেশের প্রতিটি মানুষের মাথার ওপরেই যেন পাকা ছাদ থাকে। 

 

 

SC/AC/SB


(Release ID: 2091180) Visitor Counter : 18