স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
দেশে শ্বাসকষ্টজনিত অসুস্থতা এবং জনস্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের
Posted On:
07 JAN 2025 10:26AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ জানুয়ারি , ২০২৫
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রীমতী পুণ্য সলিলা শ্রীবাস্তব গতকাল বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আধিকারিকদের সঙ্গে এইচএমপিভি-র সংক্রমণ নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে চিনে এই ভাইরাসের সংক্রমণের পরিপ্রেক্ষিতে ভারতের পরিস্থিতি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব এই ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগের কোন কারণ নেই বলে জানান। তিনি বলেন, ২০০১ সাল থেকে বিশ্বে এইচএমপিভি-র অস্তিত্ব রয়েছে। তবে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার জন্য তিনি রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছেন। সেইসঙ্গে নজরদারি জোরদার করতে বলেছেন তিনি। স্বাস্থ্যসচিব বলেন, শীতকালে এমনিতেই শ্বাসকষ্টজনিত অসুস্থতা বৃদ্ধি পেয়ে থাকে। তবে প্রয়োজনীয় প্রস্তুতি রাখার জন্য পরামর্শ দেন তিনি।
হিউম্যান মেটা নিউমো ভাইরাসে শীতকালে সব বয়সী মানুষ আক্রান্ত হতে পারেন। তবে এর সংক্রমণের প্রভাব তেমন উদ্বেগজনক নয়। অধিকাংশ ক্ষেত্রেই আপনা থেকেই এই রোগ সেরে যায়।
তবে জনবহুল এলাকাগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। সেইসঙ্গে সাবান দিয়ে হাত ধোয়া, না ধোয়া হাত দিয়ে চোখ, নাক বা মুখ স্পর্শ না করা, রোগের লক্ষণ রয়েছে, এমন ব্যক্তিদের সংস্পর্শে না আসা প্রভৃতি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
ডিএইচআর সচিব ডঃ রাজীব বহল, ডিজিএইচএস ডাঃ (অধ্যাপক) অতুল গোয়েল, বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য সচিব ও আধিকারিকরা এই বৈঠকে যোগ দেন।
SC/MP/NS…
(Release ID: 2090837)
Visitor Counter : 130
Read this release in:
Odia
,
Urdu
,
Gujarati
,
English
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Punjabi
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam