সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

সনাতন ধর্মের অন্তঃস্থলে যাত্রা: মহা কুম্ভ ২০২৫

Posted On: 02 JAN 2025 12:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ জানুয়ারি, ২০২৫

 

বিশ্বাস ও ভক্তির অমৃত আমাদের আত্মাকে শুদ্ধ করুক। আমরা মহা কুম্ভের স্বর্গীয় আচ্ছাদনের নীচে সমবেত হই। 
আধ্যাত্মিক বিশ্বাসকে সঙ্গে নিয়ে মহাকুম্ভ নগরে কেন্দ্রীয় হাসপাতাল চালুর মধ্য দিয়ে আশার নতুন অধ্যায়ের সূচনা হ’ল। মহাকুম্ভ উৎসবের ঠিক আগেই শিশুকন্যা গঙ্গার জন্ম হয়েছে। অন্য আরেকটি শিশুপুত্র কুম্ভেরও জন্ম হয়েছে। মহা কুম্ভ উৎসবের আশীর্বাদকে সঙ্গে নিয়েই এই শিশুদের জন্ম হয়েছে। মহা কুম্ভ উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই এই হাসপাতালটি চালু হয়েছে, যা থেকে উত্তর প্রদেশ সরকারের সুবেচনাপূর্ণ প্রস্তুতির পরিচয় পাওয়া যায়। 

আধুনিক সুযোগ-সুবিধায় সজ্জিত এই হাসপাতালটি মহাকুম্ভ উৎসবে জনগণের পরিষেবার পরিচায়ক। 
মহা কুম্ভ সনাতন ধর্মের এক সর্বোচ্চ উৎসব হিসেবে পরিগণিত হয়। ২০২৫ – এ প্রয়াগরাজে তীর্থরাজ বা ভক্তদের রাজা নামে এই বিশেষ উৎসবের সূচনা হবে। প্রয়াগরাজ হ’ল এমন একটি শহর, যেখানে সনাতন ধর্ম ইতিহাস ও আধ্যাত্মিকতা সময়োত্তীর্ণ কালের সঙ্গে মেলবন্ধন তৈরি করেছে। এই ঐতিহাসিক ভূমিতেই গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গম হয়েছে।
প্রয়াগরাজে বাবা লোকনাথ মহাদেব মন্দির অন্যতম ধর্মীয় স্থান। কাশীর বাবা বিশ্বনাথের প্রতিরূপ এটি।

এই মন্দিরে মহা কুম্ভের সময় হাজার হাজার ভক্তের সমাগম হবে। মদন মোহন মালব্যের মতো বিশিষ্টজনের সঙ্গে এই মন্দিরের যোগ-সংযোগ রয়েছে। বাবা লোকনাথ মন্দিরটি সমগ্র বিশ্বের ভক্তদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

মহাকুম্ভের ধর্মীয় বৃত্তের আখরা অঞ্চলে নাগা সন্ন্যাসী ও অন্যান্য সাধু-সন্ন্যাসীরা নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালন ও ধ্যান করে থাকেন। এর মধ্যে মহন্ত শ্রাবণগিরি এবং মহন্ত তারাগিরির বিশেষ আকর্ষণ রয়েছে। 
মহর্ষি দুর্বাশার আশ্রম ঝুমসি অঞ্চলে অবস্থিত। প্রাচীনকালে মহর্ষি দুর্বাশার ধ্যান ভগবান শিবকে তুষ্ট করেছিল এবং তাঁর আশীর্বাদে মহর্ষি দুর্বাশা ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র থেকে রক্ষা পান বলে কথিত। মহা কুম্ভের প্রস্তুতি এই আশ্রমগুলিতে জোরকদমে চলছে। এর অংশ হিসেবে আশ্রমগুলির সংস্কারও হয়েছে। 

মহা কুম্ভ কেবল একটি পার্বন নয়, জীবনযাপনের ধারাও বটে। সনাতন বৈদিক হিন্দু ধর্মের আধ্যাত্মিকতার সঙ্গে এর মূল্যবোধ জড়িত। মহা কুম্ভ ২০২৫ তীর্থযাত্রীদের জন্য এক বিশেষ পর্ব হয়ে উঠবে। 
সঙ্গমের পবিত্র ভূমি ২০২৫ সালে মহা কুম্ভ উৎসবের লক্ষ লক্ষ ভক্ত সমাগমের জন্য অপেক্ষায় রয়েছে। নিজের শিকড়ের সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার এবং সনাতন ধর্মে বিশেষ অভিজ্ঞতা প্রত্যক্ষ করার আমন্ত্রণ জানায় এই উৎসব। 

বাবা লোকনাথের যে আশীর্বাদ মহর্ষি দুর্বাশার উপর বর্ষিত হয়েছিল, তা মানবিক বন্ধনকে আরও দৃঢ় করবে বলেই এই বিশ্বাস। 

 

SSS/PM/SB


(Release ID: 2089564) Visitor Counter : 22