সহযোগ মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ নতুন দিল্লিতে দুগ্ধ ও মৎস্য সমবায় সমিতির সঙ্গে ১০,০০০ নতুন এম-পিএসিএস-এর উদ্বোধন করেছেন
Posted On:
25 DEC 2024 6:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর, ২০২৪
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ নতুন দিল্লিতে দুগ্ধ ও মৎস্য সমবায় সমিতির সঙ্গে ১০,০০০ নতুন বহুমুখী প্রাথমিক কৃষি ঋণ সমিতি এম-পিএসিএস-এর উদ্বোধন করেছেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও ডেয়ারি বিষয়ক মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং, কেন্দ্রীয় সমবায় প্রতিমন্ত্রী কৃষ্ণ পাল ও মুরলি ধর মোহল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পণ্ডিত মদন মোহন মালব্য এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রী অমিত শাহ তাঁর বক্তব্য শুরু করেন। তিনি পণ্ডিত মদন মোহন মালব্যকে স্বাধীনতা সংগ্রামী বলে আখ্যা দেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা সংস্কৃতি এবং দেশাত্মবোধের প্রচারে হিন্দু ধর্মের মূল্যবোধকে সমর্থন করে নিজের জীবন উৎসর্গ করেছেন পণ্ডিত মদন মোহন মালব্য।
প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে শ্রী শাহ তাঁর বক্তব্যে ভারত ও ভারতের সংস্কৃতির অন্যতম কণ্ঠস্বর হিসেবে বাজপেয়ী জির গত ৫ দশকে সংসদে তাঁর যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, সেকথা উল্লেখ করেন। বাজপেয়ীর দূরদর্শী নেতৃত্বের কথা স্মরণ করে অমিত শাহ বলেন, কার্গিল যুদ্ধের সময় দেশকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠা করে তিনি ভারতের উন্নয়নগাথার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রক, মহাসড়কের উন্নয়ন, গ্রামগুলিকে মহাসড়কের সঙ্গে যুক্ত করার জন্য প্রধামন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের সূচনা করার জন্য শ্রী শাহ অটল বিহারী বাজপেয়ীর উদ্যোগের প্রশংসা করেন। দিনটি শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী এবং বৈদিক ও প্রাচীন ভারতের সাহিত্যের পণ্ডিত সি রাজগোপালাচারির মৃত্যুবার্ষিকিও একথা উল্লেখ করে শ্রী শাহ তাঁর অবদানের কথা স্মরণ করেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষ উপলক্ষ্যে দুগ্ধ ও মৎস্য সমবায় সমিতিগুলির সঙ্গে ১০,০০০ নতুন বহুমুখী প্রাথমিক কৃষি ঋণ সমিতি এম-পিএসিএস চালু করার কথা ঘোষণা করেন। তিনি বলেন, অটল বিহারী বাজপেয়ীর আমলেই ৯৭ তম সংবিধান সংশোধনী কার্যকর করা হয়েছিল। এর ফলে দীর্ঘদিন ধরে অবহেলিত সমবায় ক্ষেত্রগুলিকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা সম্ভব হয়।
শ্রী শাহ বলেন, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর এসওপি তৈরি করার মাত্র ৮৬ দিনের মধ্যেই সফলভাবে ১০,০০০ এম-পিএসিএস নথিভুক্তিকরণ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমবায় মন্ত্র প্রতিষ্ঠার পর সহকার সে সমৃদ্ধির যে নীতিবাক্য চালু করেছেন সেকথা উল্লেখ করে শ্রী শাহ বলেন, প্রাথমিক সমবায় সমিতিগুলি ভারতে তৃস্তরীয় সমবায় কাঠামোর ভিত্তি।
কেন্দ্রীয় সমবায় মন্ত্রী এম-পিএসিএস নথিভুক্তিকরণের ক্ষেত্রে নাবার্ড এনডিডিভি এবং এনএফডিবি-র গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন।
শ্রী শাহ ১০টি সমবায় সমিতিকে রূপে কিষাণ ক্রেডিট কার্ড এবং মাইক্রো এটিএম কার্ড বিতরণ করেন। তিনি বলেন, শীঘ্রই প্রতিটি প্রাথমিক দুগ্ধ কেন্দ্রকে মাইক্রো এটিএম দেওয়া হবে। এর ফলে কৃষকরা স্বল্প পরিমাণ অর্থ ঋণ হিসেবে পাবেন। শ্রী শাহ বলেন, এম-পিএসিএস ব্যবস্থাপনাকে গ্রামাঞ্চলে কমন সার্ভিস সেন্টারগুলির সঙ্গে যুক্ত করা হলে প্রত্যেক নাগরিক বিশেষ পরিষেবা পাবেন।
শ্রী শাহ জোর দিয়ে বলেন, এম-পিএসিএস-এর মধ্যে প্রযুক্তির ব্যবহার এই ব্যবস্থাপনাকে স্বচ্ছ করে তুলবে, পাশাপাশি মহিলা ও যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। মোদী সরকার আগামী ৫ বছরে ২ লক্ষ নতুন এম-পিএসিএস স্থাপনের লক্ষ্য স্থির করেছে বলেও তিনি জানান। নাবার্ড প্রথম দফায় ২২,৭৫০টি ও দ্বিতীয় দফায় ৪৭,২৫০টি এম-পিএসিএস গঠন করেছে বলে তিনি জানান। এখনও পর্যন্ত নতুন মডেল উপ আইনের আওতায় ১১,৬৫০টি প্রাথমিক সমবায় সমিতি নিজেদের নথিভুক্তকরণ করেছে বলে অমিত শাহ জানান।
PG/PM/NS
(Release ID: 2088465)
Visitor Counter : 14
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Nepali
,
Hindi
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam