সহযোগিতা মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও সমবায় মন্ত্রী অমিত শাহ দুগ্ধ ও মৎস্য সমবায় সমিতির সঙ্গে ১০ হাজার নতুন এম-প্যাক্স’র উদ্বোধন করেছেন
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 'সহকার সে সমৃদ্ধি " মন্ত্র কে বাস্তবায়িত করতে প্রতিটি গ্রামে প্যাক্স’র প্রসার নিশ্চিত করা হচ্ছে
৫ বছরে ২ লক্ষ নতুন প্যাক্স তৈরির লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই পূরণ হবে
Posted On:
25 DEC 2024 6:25PM by PIB Agartala
নয়াদিল্লি ২৫ ডিসেম্বর ২০২৪:কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও কেন্দ্রীয় সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দুগ্ধ ও মৎস্য সমবায় সমিতির সঙ্গে ১০ হাজার নতুন প্রতিষ্ঠিত বহুমুখী প্রাথমিক কৃষি ঋণ সমিতির (এম প্যাক্স) উদ্বোধন করেছেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং, কেন্দ্রীয় সমবায় প্রতিমন্ত্রী কৃষ্ণ পাল ও মুরলিধর মোহল সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দুই বিশিষ্ট ব্যক্তিত্ব পণ্ডিত মদন মোহন মালব্য এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রী অমিত শাহ তাঁর ভাষণ শুরু করেন। তিনি পণ্ডিত মালব্যকে ভারতের স্বাধীনতা সংগ্রামী বলে আখ্যা দিয়ে বলেন পণ্ডিত মদন মোহন মালব্য দেশের স্বাধীনতা, সংস্কৃতি এবং ভারতীয়ত্বের প্রচারের পাশাপাশি হিন্দুধর্মের মূল্যবোধকে সমর্থন করার জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। প্রয়াত অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে বলতে গিয়ে, ভারত ও ভারতের সংস্কৃতির কণ্ঠস্বর হিসাবে বাজপেয়ীজি সংসদে পাঁচ দশক ধরে যে উল্লেখযোগ্য অবদান রেখে গিয়েছেন শ্রী শাহ তা তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রী হিসাবে অটল বিহারী বাজপেয়ীর দূরদর্শী নেতৃত্বের কৃতিত্বের কথা স্মরণ করে বলেন, কার্গিল যুদ্ধের সময়, দেশকে পারমাণবিক শক্তিধর হিসেবে প্রতিষ্ঠা এবং অবিচল নেতৃত্ব দিয়ে ভারতের উত্থানের ভিত্তি স্থাপন করেছিলেন। আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রক গঠন করা, মহাসড়কের উন্নয়ন এবং গ্রামসমূহকে মহাসড়কের সঙ্গে যুক্ত করার জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (পিএমজিএসওয়াই)- স্কিমের সূচনা করার মতো পদক্ষেপের জন্য শ্রী শাহ অটল বিহারী বাজপেয়ীর উদ্যোগের প্রশংসা করেন। শ্রী শাহ আরও বলেন, এই দিনটি শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী এবং বৈদিক ও প্রাচীন ভারতীয় সাহিত্যের পণ্ডিত শ্রী সি. রাজগোপালাচারির মৃত্যুবার্ষিকীও। তিনি ভারতের সংবিধানের খসড়া তৈরিতে রাজগোপালাচারির উল্লেখযোগ্য অবদান এবং দেশের ইতিহাসে তাঁর স্থায়ী উত্তরাধিকারের প্রশংসা করেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও সমবায় মন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবার্ষিকী উপলক্ষে দুগ্ধ ও মৎস্য সমবায় সমিতিগুলির সঙ্গে ১০,০০০ নতুন বহুমুখী প্রাথমিক কৃষি ঋণ সমিতি (এম প্যাক্স) চালু করার কথা ঘোষণা করেছেন। তিনি দৃঢ়তার সাথে বলেন অটল বিহারী বাজপেয়ীর আমলেই ৯৭ তম সংবিধান সংশোধনী কার্যকর করা হয়েছিল, যার মধ্য দিয়ে দীর্ঘকাল ধরে অবহেলিত সমবায় ক্ষেত্রকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভুমিকা নেওয়া হয়।
শ্রী শাহ উল্লেখ করেন যে, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর এসওপি তৈরি করার মাত্র ৮৬ দিনের মধ্যে দশ হাজার প্যাক্স’র রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমবায় মন্ত্রক প্রতিষ্ঠার পর 'সহকার সে সমৃদ্ধি "-র নীতিবাক্য প্রবর্তন করেন। শ্রী শাহ জোর দিয়ে বলেন যে, এই লক্ষ্য অর্জন করতে হলে প্রতিটি পঞ্চায়েতে সমবায়ের উপস্থিতি প্রয়োজন। পাশাপাশি সক্রিয়ভাবে কিছু না কিছু ক্ষেত্রে অবদান রাখতে হবে। তিনি ব্যাখ্যা করেন যে প্রাথমিক সমবায় সমিতিগুলি ভারতের ত্রিস্তরীয় সমবায় কাঠামোর ভিত্তি, এই কারণেই মোদী সরকার ২ লক্ষ নতুন প্যাক্স প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
কেন্দ্রীয় সমবায় মন্ত্রী দশ হাজার প্যাক্স’র নিবন্ধনের সুবিধার্থে নাবার্ড, এন. ডি. ডি. বি এবং এন. এফ. ডি. বি-র গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করে উল্লেখ করেন, সহযোগিতা মন্ত্রক প্রতিষ্ঠার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগগুলির মধ্যে একটি হল সমস্ত প্যাক্সগুলির কম্পিউটারাইজেশন। এই মডিউলটির লক্ষ্য হল প্যাক্স সদস্য এবং কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি করা। তিনি বলেন জেলা সমবায় রেজিস্ট্রারদের অবশ্যই প্রশিক্ষণ কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে, যাতে প্যাক্স’র সচিব এবং কার্যনির্বাহী সদস্যরা মানসম্পন্ন প্রশিক্ষণ পান।
শ্রী শাহ এদিন ১০টি সমবায় সমিতিকে রু-পে কিষাণ ক্রেডিট কার্ড এবং মাইক্রো-এটিএম কার্ড বিতরণ করেছেন, যা কৃষকদের ক্ষমতায়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন এই অভিযানের অংশ হিসেবে শীঘ্রই প্রতিটি প্রাথমিক দুগ্ধকেন্দ্রকে মাইক্রো-এটিএম দেওয়া হবে। এই ব্যাবস্থা কৃষকদের স্বল্প ব্যয়ের ঋণ পেতে সক্ষম করবে। শ্রী শাহ উল্লেখ করেন, প্যাক্স-এর সম্প্রসারণ চারটি মূল নীতির দ্বারা পরিচালিত হয়ঃ দৃশ্যমানতা, প্রাসঙ্গিকতা, কার্যকারিতা এবং প্রাণবন্ততা। প্যাক্স-এ ৩২টি বিভিন্ন কার্যক্রমকে একীভূত করে, তাদের দৃশ্যমানতা এবং কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। তিনি ব্যাখ্যা করেন যে, গ্রামাঞ্চলে কমন সার্ভিস সেন্টারগুলিকে (সিএসসি) প্যাক্স-এ রূপান্তরিত করা নিশ্চিত করে যে প্রতিটি নাগরিক তাদের পরিষেবা থেকে উপকৃত হবেন, তাদের প্রাসঙ্গিকতা বাড়িয়ে তুলবেন।
শ্রী অমিত শাহ জোর দিয়ে বলেন যে, কম্পিউটারাইজেশন এবং প্রযুক্তির সংহতকরণ প্যাক্স-এর মধ্যে স্বচ্ছতা বৃদ্ধি করবে, যা তৃণমূল পর্যায়ে তাদের সম্প্রসারণকে সক্ষম করবে। এই আধুনিকীকরণ কেবল পরিচালন দক্ষতার উন্নতিই করবে না, মহিলা ও যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে। পাশাপাশি তিনি দৃঢ়তার সাথে বলেন, যে নতুন উপ-আইন গ্রহণ করা মহিলা, দলিত, অনগ্রসর সম্প্রদায় এবং আদিবাসীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে। সেই সাথে তাদের সামাজিক ও অর্থনৈতিক সমতা বৃদ্ধি করে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করতে সক্ষম হবে।
কেন্দ্রীয় সমবায় মন্ত্রী বলেন, মোদী সরকার আগামী পাঁচ বছরের মধ্যে ২ লক্ষ নতুন প্যাক্স স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই অর্জন করা হবে বলে আস্থা প্রকাশ করেছেন। তিনি জানান নাবার্ড প্রথম পর্যায়ে ২২,৭৫০ টি এবং দ্বিতীয় পর্যায়ে ৪৭,২৫০ টি প্যাক্স গঠন করেছে।
একইভাবে, এনডিডিবি ৫৬,৫০০টি নতুন সমিতি প্রতিষ্ঠা করবে এবং ৪৬,৫০০টি পুরোনো সমিতিগুলিকে শক্তিশালী করবে এবং এনএফডিবি ৬০০০টি নতুন মৎস্য সমবায় সমিতি তৈরি করবে এবং ৫৫০০ টি পুরোনো সমিতিগুলিকে ক্ষমতায়িত করবে। সেই সাথে রাজ্য সমবায় বিভাগগুলি ২৫০০০ প্যাক্স গঠন করে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শ্রী শাহ উল্লেখ করেন যে, নতুন মডেল উপ-আইনের আওতায় আজ পর্যন্ত ১১,৬৯৫টি নতুন প্রাথমিক সমবায় সমিতি নথিভুক্ত হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
***
SK/KG/PS
(Release ID: 2088003)
Visitor Counter : 19