প্রধানমন্ত্রীরদপ্তর
কচ্ছের রান উৎসবের সৌন্দর্য এবং কচ্ছবাসীর উষ্ণ আতিথিয়তার অভিজ্ঞতা অর্জনের জন্য সকলের কাছে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
Posted On:
21 DEC 2024 10:08AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ ডিসেম্বর, ২০২৪
কচ্ছের রান উৎসবে সকলকে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উৎসব চলবে ২০২৫-এর মার্চ মাস পর্যন্ত। কচ্ছ ভ্রমণকালে পর্যটকরা এক অবিস্মরণীয় অভিজ্ঞতার শরিক হবেন বলে মনে করেন প্রধানমন্ত্রী।
এ সম্পর্কে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন:
“কচ্ছ আপনাদের সকলের অপেক্ষায় রয়েছে !
আসুন, দূষণমুক্ত রানের স্বচ্ছতা আপনারা আবিষ্কার করুন। একইসঙ্গে রান উৎসব চলাকালে সেখানকার মনোরম সংস্কৃতি ও উষ্ণ আতিথিয়তাও আপনারা উপভোগ করুন।
এই উৎসব চলবে ২০২৫-এর মার্চ মাস পর্যন্ত। আপনারা সপরিবারে এক অবিস্মরণীয় অভিজ্ঞতার শরিক হবেন- এই প্রতিশ্রুতি আপনাদের দিতে পারে এই উৎসবটি।”
PG/SKD/NS…
(Release ID: 2086915)
Visitor Counter : 4