স্বরাষ্ট্র মন্ত্রক
শিলিগুড়িতে প্রধান অতিথি হিসেবে সীমা সুরক্ষা বল (এসএসবি)-এর ৬১-তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ
Posted On:
20 DEC 2024 5:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ ডিসেম্বর, ২০২৪
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের ৬১তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন। এদিন তিনি আগরতলায় একটি সুসংহত চেক পয়েন্ট এবং বনগাঁর পেট্রাপোলে নবনির্মিত আবাসন কমপ্লেক্সেরও ভার্চুয়াল উদ্বোধন করেন।
তাঁর ভাষণের শুরুতে সীমান্ত রক্ষায় নিয়োজিত সাহসী যোদ্ধা এবং পূর্বাঞ্চলের বাম উগ্রপন্থা মোকাবিলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শ্রী অমিত শাহ। তিনি বলেন, নিহতদের আত্মত্যাগ দেশকে এক নতুন জীবন দিয়েছে এবং দেশ তাঁদের জন্য গর্বিত।
সীমান্তবর্তী গ্রামগুলিতে দেশের সংস্কৃতি, ভাষা ও উজ্জ্বল ঐতিহ্য রক্ষায় সশস্ত্র সীমান্ত বলের অনন্য ভূমিকার প্রশংসা করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসএসবি নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের বন্ধুত্ব, বিশ্বাস ও আস্থার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছে।
সীমান্তে মাদক ও অস্ত্র পাচার, মানুষ পাচার এবং দেশ বিরোধী শক্তির অনুপ্রবেশ বন্ধে এসএসবি জওয়ানদের অতি সত্রিয় ভূমিকার কথা তুলে ধরেন তিনি। পূর্বাঞ্চলে নকশাল দমনেও এসএসবি-র গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় চার দশক পর বিহার ও ঝাড়খণ্ডকে নকশালমুক্ত করার ক্ষেত্রে এসএসবি বিশেষ ভূমিকা পালন করেছে। সীমান্তের ১৫ কিলোমিটার এলাকার মধ্যে সরকারি জমি জবরদখলে গত ৩ বছরে এসএসবি-র শূন্য-সহনশীল নীতি গ্রহণের কথা উল্লেখ করে শ্রী শাহ বলেন, তাঁদের তৎপরতার কারণেই হাজার হাজার একর সরকারি জমিকে দখলমুক্ত করা সম্ভব হয়েছে। তাঁর ভাষণে অমিত শাহ জানান, গত ৭ বছরে ৬০০-র বেশি মাওবাদীকে গ্রেপ্তার করেছে এসএসবি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্যা, ধস সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় মানুষের সঙ্গে হাত মিলিয়ে উদ্ধার কাজে সামিল হয়েছে এসএসবি।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দক্ষ নেতৃত্বের কথা উল্লেখ করে শ্রী অমিত শাহ বলেন, আয়ুষ্মান কার্ড, সিএপিএফ ই-আবাসন ও বৃত্তির মতো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন।
সীমান্তবর্তী এলাকায় প্রশিক্ষণদানের মাধ্যমে তরুণদের স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে এসএসবি-র উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে ডিরেক্টর (আইবি), সচিব সহ স্বরাষ্ট্রমন্ত্রকের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
PG/MP/NS…
(Release ID: 2086723)
Visitor Counter : 19