প্রধানমন্ত্রীরদপ্তর
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শ্রী দেবেন্দ্র ফড়নবিশকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
Posted On:
05 DEC 2024 8:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ ডিসেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শ্রী দেবেন্দ্র ফড়নবিশকে অভিনন্দন জানিয়েছেন। দুই উপ-মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডে এবং শ্রী অজিত পাওয়ারকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। শ্রী মোদী মহারাষ্ট্রের উন্নয়নে কেন্দ্রের দিক থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:
“মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শ্রী দেবেন্দ্র ফড়নবিশজি-কে অভিনন্দন।
রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শ্রী একনাথ শিন্ডেজি এবং শ্রী অজিত পাওয়ারজিকেও অভিনন্দন। এই দলটি অভিজ্ঞতা ও গতিশীলতার সংমিশ্রণ এবং এই দলটির সম্মিলিত প্রয়াসের ফলে মহারাষ্ট্রের মানুষ ঐতিহাসিক রায় দিয়েছেন। রাজ্যের মানুষের আশা-আকাঙ্খা পূরণ এবং সুশাসন সুনিশ্চিত করতে এই দলটি সম্ভাব্য সব ধরনের প্রয়াস চালাবে।
আমি আশ্বস্ত করছি যে, মহারাষ্ট্রের আরও উন্নয়নে কেন্দ্রের দিক থেকে সম্ভাব্য সবরকম সহায়তা মিলবে।"
PG/MP/SB
(Release ID: 2081509)
Visitor Counter : 10
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam