প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্টের বৈঠক

प्रविष्टि तिथि: 20 NOV 2024 8:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ নভেম্বর, ২০২৪


১৯ নভেম্বর রিও ডি জেনেইরোতে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট শ্রী লুই ইনাসিয়ো লুলা দা সিলভার সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট লুলাকে তাঁর আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং ব্রাজিলের জি-২০ এবং আইবিএসএ সভাপতিত্বের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। দারিদ্র্য এবং ক্ষুধার বিরুদ্ধে আন্তর্জাতিক জোট গঠনে ব্রাজিলের উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী এবং এতে ভারতের সুদৃঢ় সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন। জি-২০ ত্রোইকা সদস্য হিসেবে প্রধানমন্ত্রী সুস্থায়ী উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রশাসনিক সংস্কারের দিকে লক্ষ্য রেখে যাতে গ্লোবাল সাউথের উদ্বেগে গুরুত্ব দেওয়া হয়েছে ব্রাজিলে জি-২০-র আলোচ্যসূচিতে তা রাখায় ভারতের সমর্থনের কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ব্রিকস এবং সিওপি-৩০-র নেতৃত্বের জন্য ব্রাজিলকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ভারতের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।

বৈঠকে ভারত-ব্রাজিল কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। জোর দেওয়া হয় কৃষি, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, পর্যটন, জৈব জ্বালানি, ওষুধ এবং মহাকাশের মতো ক্ষেত্রগুলির ওপর।

দুই নেতা আন্তার্জাতিক এবং আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েও মত-বিনিময় করেন।  
   

PG/ AP /AG/


(रिलीज़ आईडी: 2075511) आगंतुक पटल : 58
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam