প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

আচার্য কৃপালনীর জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী

Posted On: 11 NOV 2024 9:27AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ নভেম্বর, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আচার্য কৃপালনী্র জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের এক শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব এবং মেধা, নিষ্ঠা ও শৌর্যের প্রতীক হিসেবে তাঁকে বর্ণনা করে শ্রী মোদী ভারত গঠনে তাঁর আদর্শ পূরণ করার সরকারের দায়বদ্ধতার কথা পুনরায় উল্লেখ করেছেন, যে ভারত হবে সমৃদ্ধ ও শক্তিশালী এবং যেখানে দরিদ্র মানুষের পাশাপাশি প্রান্তিক মানুষও শক্তিশালী হবেন। 
এক্স – এ এক পোস্টে তিনি লিখেছেন, “আচার্য কৃপালনীর জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছি। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের শীর্ষ স্তরের নেতা ও মেধা, নিষ্ঠা ও শৌর্যের প্রতীক। তিনি গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়ের নীতিতে গভীরভাবে বিশ্বাসী ছিলেন।
অন্যায়ের বিরুদ্ধে আচার্য কৃপালনী ছিলেন অকুতোভয়। তাঁর স্বপ্নের ভারত, যা হবে সমৃদ্ধ, শক্তিশালী এবং যেখানে দরিদ্র ও প্রান্তিক মানুষ ক্ষমতাপ্রাপ্ত হবেন, সেই ভারত গঠনে আমরা আমাদের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করছি”। 

 

PG/AP/SB


(Release ID: 2072337) Visitor Counter : 25