প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কানাডায় হিন্দু মন্দিরে হামলার নিন্দায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

प्रविष्टि तिथि: 04 NOV 2024 8:33PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ নভেম্বর, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কানাডায় হিন্দু মন্দিরে সাম্প্রতিক হামলা ও ভারতীয় কূটনীতিকদের হুমকির তীব্র নিন্দা করেছেন। ভারতের অবিচল অঙ্গীকারের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী ন্যায় ও আইনের শাসনকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য কানাডা সরকারের কাছে আবেদন জানিয়েছেন। 


এক্স পোস্টে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন:

“কানাডায় হিন্দু মন্দিরের ওপর ইচ্ছাকৃত হামলার ঘটনার আমি তীব্র নিন্দা করছি। একইভাবে, আমাদের কূটনীতিকদের ভয় দেখানোর কাপুরুষোচিত চেষ্টা সমান ভয়ঙ্কর। এ ধরনের হিংসা ভারতের অঙ্গীকারকে কখনই দুর্বল করতে পারবে না। আমাদের আশা, কানাডা সরকার ন্যায় সুনিশ্চিত করবে এবং আইনের শাসনকে ঊর্ধ্বে তুলে ধরবে।"

 

PG/MP/SB


(रिलीज़ आईडी: 2070847) आगंतुक पटल : 71
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam