রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতি ভবনে কোনার্ক চক্রের প্রতিরূপ
प्रविष्टि तिथि:
29 OCT 2024 7:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ অক্টোবর, ২০২৪
রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্র এবং অমৃত উদ্যানে বেলে পাথরের নির্মিত ৪টি কোনার্ক চক্রের প্রতিরূপ স্থাপিত হয়েছে। এর মাধ্যমে দর্শকদের কাছে দেশের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরা হয়েছে। রাষ্ট্রপতি ভবনে বিভিন্ন ঐতিহ্যগত সাংস্কৃতিক এবং ঐতিহাসিক নিদর্শন তুলে ধরার যে উদ্যোগ নেওয়া হয়েছে এটি তারই অঙ্গ। ইউনেস্কোর আন্তর্জাতিক ঐতিহ্যশালী স্থান হিসেবে কোনার্ক সূর্য মন্দির স্বীকৃতিলাভ করেছে। ওড়িশার মন্দির স্থাপত্যের অনন্য রূপ এই মন্দির। এই মন্দিরের স্থাপত্য দেখে মনে হয়, সূর্য দেবতা একটি বড় রথে অধিষ্ঠিত। কোনার্ক চক্র ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের এক প্রতীক।
PG/CB/SB
(रिलीज़ आईडी: 2069469)
आगंतुक पटल : 90