প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

গুজরাটের ভদোদরায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং স্পেনের প্রধানমন্ত্রী শ্রী পেড্রো স্যানচেজ যৌথভাবে সি-২৯৫ বিমান নির্মাণের টাটা এয়ার ক্র্যাফট কমপ্লেক্সের উদ্বোধন করলেন


মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড: প্রধানমন্ত্রী

Posted On: 28 OCT 2024 11:37AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ অক্টোবর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং স্পেনের প্রধানমন্ত্রী শ্রী পেড্রো স্যানচেজ আজ গুজরাটের ভদোদরায় যৌথভাবে সি-২৯৫ বিমান নির্মাণের জন্য টাটা এয়ার ক্র্যাফট্‌ কমপ্লেক্সের উদ্বোধন করলেন। এই উপলক্ষে আয়োজিত একটি প্রদর্শনীও ঘুরে দেখেন তাঁরা।

প্রধানমন্ত্রী বলেন, স্পেনের প্রধানমন্ত্রী শ্রী পেড্রো স্যানচেজের এটিই প্রথম ভারত সফর এবং দু’দেশের অংশীদারিত্ব আজ নতুন দিশায় পৌঁছেছে। সি-২৯৫ বিমান নির্মাণের এই প্রকল্প দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারের পাশাপাশি ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’ উদ্যোগকেও জোরদার করবে। এয়ারবাস এবং টাটা সংস্থার কর্মীদের শুভেচ্ছা জানান শ্রী মোদী। প্রয়াত রতন টাটাজির উদ্দেশেও তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী বলেন, নতুন ভারতের নতুন কর্মসংস্কৃতির প্রতিফলন এই সি-২৯৫ বিমান নির্মাণ কারখানা। এই প্রকল্পের শিলান্যাস হয়েছিল ২০২২ সালের অক্টোবর মাসে। এরই মধ্যে এই কারখানায় বিমান নির্মাণের কাজ শুরু হতে চলেছে। প্রকল্প রূপায়ণে অবাঞ্ছিত বিলম্বের সংস্কৃতি দূর করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বোম্বাডিয়ার রেল কামরা কারখানার প্রসঙ্গ তুলে ধরেন; গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর হাতেই উদ্বোধন হওয়া যে প্রকল্প রেকর্ড কম সময়ে সম্পন্ন হয়েছিল।

বিখ্যাত স্প্যানিশ কবি অ্যান্টনিও মাশাডোকে উদ্বৃত করে প্রধানমন্ত্রী বলেন, লক্ষ্যের দিকে এগোলে পথ আপনিই তৈরি হয়ে যায়। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন পরিমণ্ডল আজ নতুন উচ্চতা স্পর্শ করেছে। ১০ বছর আগে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ ব্যতীত তা সম্ভব হয়ে উঠত না। পূর্ববর্তী সরকারের আমলে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন শিল্প অবহেলিত ছিল বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।

প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলিকেও সামিল করে তোলায় তাঁর সরকারের উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। এরফলে, ডিআরডিও কিংবা হ্যাল – এর মতো সংস্থাও আরও শক্তিশালী হয়ে উঠছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তাঁর বক্তব্যে উত্তর প্রদেশ ও তামিলনাড়ুতে প্রতিরক্ষা করিডর, ইনোভেশন ফর ডিফেন্স এক্সেলেন্স – আইডেক্স প্রকল্পের কথা উঠে আসে। বিগত ৫-৬ বছরে প্রায় ১ হাজার প্রতিরক্ষা স্টার্টআপ গড়ে উঠেছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, বিগত দশকে ভারতে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানী ৩০ গুণ বেড়েছে, ১০০টিরও বেশি দেশে এই ধরনের পণ্য রপ্তানী করছে ভারত।

কর্মীদের দক্ষতার বিকাশ এবং কর্মসংস্থান প্রসঙ্গে এয়ারবাস, টাটা কারখানা বিশেষ ভূমিকা নেবে বলে প্রধানমন্ত্রী আশাবাদী। এই প্রকল্পের সুবাদে ১৮ হাজার ধরনের বিমানের যন্ত্রাংশ দেশে তৈরি হবে এবং এরফলে উপকৃত হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রগুলিও।

প্রধানমন্ত্রী বলেন, সামগ্রিকভাবে ভারতে বিমান পরিষেবার পরিসর সম্প্রতি অনেক বিস্তৃত হয়েছে। ছোট শহরগুলিতেও মানুষ এই পরিষেবা পাচ্ছেন। ভারতের বিমান সংস্থাগুলি ১ হাজার ২০০ নতুন বিমানের বরাত দিয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে ভদোদরা শহরটি অন্যতম এক কেন্দ্র বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই শহরে রয়েছে গতিশক্তি বিশ্ববিদ্যালয়, যা বিভিন্ন ক্ষেত্রের জন্য দক্ষ পেশাদার তৈরি করছে। ভারি শিল্প, রাসায়নিক এবং পেট্রো কেমিকেলের ক্ষেত্রেও ভদোদরা এখন বিনিয়োগকারীদের অন্যতম গন্তব্য।

সাংস্কৃতিক প্রশ্নেও ভদোদরা শহরটির গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্পেনের সঙ্গে এই শহরের সাংস্কৃতিক যোগাযোগ প্রসঙ্গে তিনি ফাদার কার্লোস ভ্যালের কথা উল্লেখ করেন, যিনি স্পেন থেকে এসে এখানে ৫০ বছর ছিলেন। স্পেনে ভারতের যোগব্যায়াম খুবই জনপ্রিয় হয়েদ উঠেছে এবং ঐ দেশের বিখ্যাত নানা ফুটবল ক্লাব এখন ভারতে খেলতে আসছে। সবদিক থেকেই ভারত ও স্পেনের সম্পর্ক বহুমাত্রিক।

উল্লেখ্য, সি-২৯৫ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ৫৬টি বিমান সরবরাহ করা হবে। এর মধ্যে স্পেন থেকে এয়ারবাস সংস্থা পাঠাবে ১৬টি বিমান। বাকি ৪০টি তৈরি হবে ভারতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল, প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী শ্রী এস জয়শঙ্কর প্রমুখ।

 

PG/AC/SB




(Release ID: 2069072) Visitor Counter : 10