প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জার্মানির চ্যান্সেলরের ভারত সফরকালে সপ্তম আন্তঃসরকার পর্যায়ে আলোচনা ও পরামর্শ বৈঠকের ফলাফল

Posted On: 25 OCT 2024 7:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ অক্টোবর, ২০২৪

 

জার্মানির চ্যান্সেলরের ভারত সফরকালে সপ্তম আন্তঃসরকার পর্যায়ে আলোচনা ও পরামর্শ বৈঠকের ফলাফলের মধ্যে রয়েছে - নতুন এবং আগামীদিনের প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তি সম্পর্কিত একটি রোডম্যাপ; পরিবেশ-বান্ধব জ্বালানি ক্ষেত্রে গ্রিন হাইড্রোজেন সম্পর্কিত একটি রোডম্যাপ; নিরাপত্তা ক্ষেত্রে বিশেষত, অপরাধ মোকাবিলায় পারস্পরিক আইনি সহায়তা সম্পর্কিত চুক্তি; নির্দিষ্ট বিভিন্ন তথ্যের সুরক্ষা ও নিরাপত্তায় পারস্পরিক বিনিময় সহায়তা সম্পর্কিত চুক্তি; শহরাঞ্চলের যান চলাচলকে পরিবেশ-বান্ধব করে তুলতে দ্বিতীয় পর্যায়ের সহযোগিতা ও অংশীদারিত্ব; বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আইজিএসটিসি-র আওতায় উন্নতমানের সাজসরঞ্জামের যোগান ও বিনিময় সম্পর্কিত সমঝোতা; বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ম্যাক্স-প্ল্যাঙ্ক-জেসেলশ্যাফ ই.ভি. (এমপিজি) এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল সায়েন্স (আইসিটিএস) এবং টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (টিআইএফআর)-এর মধ্যে মউ সম্পাদন; বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ম্যাক্স-প্ল্যাঙ্ক-জেসেলশ্যাফ ই.ভি. (এমপিজি) এবং ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস (এনসিবিএস) এবং টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (টিআইএফআর)-এর মধ্যে মউ স্বাক্ষর; স্টার্ট-আপ ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর এবং জার্মান অ্যাকাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডিএএডি)-এর মধ্যে উদ্ভাবন সম্পর্কিত যৌথ প্রত্যক্ষ বিনিয়োগ; বিজ্ঞান ও পরিবেশ ক্ষেত্রে ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশন রিসার্চ (এনসিপিওআর) এবং অ্যালফ্রেড-ওয়েগনার ইনস্টিটিউট হেমহোলটজ জেনট্রাম ফুয়ার পোলার অ্যান্ড মীরেসফোরসচাং (এডব্লিউআই)-এর মধ্যে মউ এবং সমুদ্র গবেষণা সম্পর্কিত মউ সম্পাদন; স্বাস্থ্যক্ষেত্রে রোগ নির্ণয়ের উদ্দেশ্যে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ – ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি (সিএসআইআর-আইজিআইবি), অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস), লিপজিগ বিশ্ববিদ্যালয় এবং ভারতের শিল্প সহযোগীদের মধ্যে যৌথ প্রত্যক্ষ বিনিয়োগ সম্পর্কিত সিদ্ধান্ত; অর্থনীতি ও বাণিজ্য ক্ষেত্রে ভারত-জার্মানি ম্যানেজেরিয়াল ট্রেনিং প্রোগ্রাম (আইজিএমটিপি); দক্ষতা বিকাশ এবং বৃত্তিগত শিক্ষা ও প্রশিক্ষণের লক্ষ্যে সহযোগিতা সম্পর্কিত মউ সম্পাদন; শ্রম ও কর্মসংস্থান ক্ষেত্রে ইন্টেন্ট অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট সম্পর্কিত যৌথ ঘোষণা; শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে জার্মান ইন্ডিয়া অ্যাকাডেমিক নেটওয়ার্ক ফর টুমরো (জায়েন্ট) – এই বিষয়টির ওপর শিক্ষা সংক্রান্ত বিনিময় পরিষেবার লক্ষ্যে আইআইটি খড়্গপুর এবং জার্মান অ্যাকাডেমি এক্সচেঞ্জ সার্ভিস (ডিএএডি)-এর পক্ষ থেকে যৌথ প্রত্যক্ষ বিনিয়োগ; শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে ‘ট্র্যান্সক্যাম্পাস’ নামে একটি সুসংবদ্ধ অংশীদারিত্ব গড়ে তুলতে আইআইটি মাদ্রাজ এবং টিইউ ড্রেসডেন-এর মধ্যে চুক্তি সম্পাদন সম্পর্কিত একটি মউ।

এছাড়াও, প্রধান প্রধান ঘোষণাগুলির মধ্যে রয়েছে – আইএফসি-আইওআর-এ জার্মান লিয়াজঁ অফিসার নিয়োগ; ইউরোড্রোন কর্মসূচিতে ভারতের পর্যবেক্ষক হিসেবে ভূমিকাকে জার্মানির পক্ষ থেকে সমর্থন জ্ঞাপন; ভারত-প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগের আওতায় জার্মানির বিভিন্ন প্রকল্প ও তাতে অর্থ যোগান সম্পর্কিত প্রতিশ্রুতি; ফরেন অফিসেস অফ ইন্ডিয়া অ্যান্ড জার্মানি (আফ্রিকা, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা)-র মধ্যে আঞ্চলিক স্তরে আলোচনা ও পরামর্শ বৈঠকের আয়োজন; মাদাগাসকার ও ইথিওপিয়ায় মিলেট উৎপাদন ও সে সম্পর্কিত বড় বড় প্রকল্প ছাড়াও ক্যামেরুন, ঘানা এবং মালয়-এ ত্রিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা (টিডিসি)-র আওতায় বিভিন্ন ক্ষেত্র রূপায়ণ ক্ষেত্রে সহযোগিতা; জিএসডিপি ড্যাশবোর্ডের সূচনা এবং ভারত ও জার্মানির মধ্যে প্রথম আন্তর্জাতিক গবেষণা তথা প্রশিক্ষণ গোষ্ঠী গঠন।

এ সম্পর্কিত যে বিভিন্ন ঘটনাবলীর তালিকা তৈরি করা হয়েছে তার মধ্যে রয়েছে – জার্মানির বাণিজ্য সম্পর্কিত অষ্টাদশ ভারত-প্রশান্ত মহাসাগরীয় সম্মেলন (এপিকে ২০২৪); এপিকে ২০২৪-এর পাশাপাশি, প্রতিরক্ষা সম্পর্কিত গোলটেবিল বৈঠকের আয়োজন এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জার্মান নৌ-বাহিনীর জাহাজ মোতায়েন : ভারত ও জার্মানির নৌ-বাহিনীর পক্ষ থেকে যৌথ মহড়া এবং গোয়ার বন্দরে জার্মান জাহাজ আসা-যাওয়ার ব্যবস্থা।
 

PG/SKD/DM/




(Release ID: 2068413) Visitor Counter : 4