প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

১৭ অক্টোবর আন্তর্জাতিক অভিধম্ম দিবস এবং পালি-কে ধ্রুপদী ভাষার স্বীকৃতিদান উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

Posted On: 15 OCT 2024 9:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫  অক্টোবর, ২০২৪

 

নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আগামী ১৭ অক্টোবর আন্তর্জাতিক অভিধম্ম দিবস এবং পালি-কে ধ্রুপদী ভাষার স্বীকৃতিদান উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সমাবেশে বক্তব্যও রাখবেন তিনি। 

অভিধম্ম-এর শিক্ষাদানের পর স্বর্গরাজ্য থেকে ভগবান বুদ্ধের অবতরণের স্মরণে অভিধম্ম দিবস উদযাপন করা হয়। সম্প্রতি আরও চারটি ভাষার সঙ্গে পালি ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ায় এবারের অভিধম্ম দিবস-এর উদযাপন এক নতুন মাত্রা পেয়েছে। অভিধম্ম নিয়ে ভগবান বুদ্ধের শিক্ষাগুলি পালি ভাষাতেই পাওয়া যায়। 

ভারত সরকার এবং আন্তর্জাতিক বৌদ্ধ কনফেডারেশনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক অভিধম্ম দিবস উদযাপনে ১৪টি দেশের শিক্ষাবিদ ও ভিক্ষুরা যোগ দেবেন। ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ ধর্ম সংক্রান্ত তরুণ বিশেষজ্ঞরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। 

 

PG/SD/NS


(Release ID: 2067535) Visitor Counter : 23