প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ১৫ই অক্টোবর নতুনদিল্লিতে আইটিইউ ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি ২০২৪-এর উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী অষ্টম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৪-এরও উদ্বোধন করবেন

প্রথমবারের মতো আইটিইউ – ডব্লুটিএসএ ভারত ও এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনুষ্ঠিত হবে

১৯০ টিরও বেশি দেশের ৩০০০জন শিল্পজগতের প্রথম সারির নেতৃবৃন্দ, নীতি-নির্ধারক এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা আইটিইউ – ডব্লুটিএসএ -তে যোগ দেবেন

ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৪-এ ১২০টির বেশি দেশের ৪০০র বেশি প্রদর্শনকারী এবং ৯০০ স্টার্টআপ সংস্থা যোগ দেবে

Posted On: 14 OCT 2024 5:31PM by PIB Kolkata

নতুনদিল্লী, ১৪ই অক্টোবর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫ই অক্টোবর সকাল ১০ টায় নতুনদিল্লির ভারত মণ্ডপমে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন - ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি (আইটিইউ – ডব্লুটিএসএ) ২০২৪-এর উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী  অষ্টম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসও উদ্বোধন করবেন।
রাষ্ট্রসংঘের ডিজিট্যাল প্রযুক্তি সংক্রান্ত সংস্থা ইউনাইটেড নেশনস এজেন্সি ফর ডিজিটাল টেকনোলজিস-এর ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন আইটিইউ -এর কাজের গুণমান নির্ধারণের জন্য প্রশাসনিক পর্যায়ের সম্মেলন হল ডব্লুটিএসএ।  এই সম্মেলন, প্রতি চার বছর পর পর আয়োজিত হয়।  প্রথমবারের মতো  আইটিইউ – ডব্লুটিএসএ ভারত ও এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনুষ্ঠিত হবে। ১৯০ টিরও বেশি দেশের টেলিকম, ডিজিট্যাল প্রযুক্তি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে কাজ করে এ ধরনের  ৩০০০জন  শিল্পজগতের প্রথম সারির নেতৃবৃন্দ, নীতি-নির্ধারক এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা এই সম্মেলনে যোগ দেবেন। 
সিক্স জি, কৃত্রিম মেধা, আইওটি, বিগ ডেটা, সাইবার নিরাপত্তা ইত্যাদির মতো অত্যাধুনিক গুরুত্বপূর্ণ প্রযুক্তির মান নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার মঞ্চ হয়ে উঠবে ডব্লুটিএসএ । এই সম্মেলন অনুষ্ঠিত হবার ফলে আন্তর্জাতিক স্তরে টেলিযোগাযোগ সংক্রান্ত এজেন্ডা নির্ধারণে এবং ভবিষ্যৎ প্রযুক্তির নীতি নির্ধারণে  ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। ভারতীয় স্টার্টআপ এবং গবেষণা প্রতিষ্ঠানগুলি এর ফলে  বৌদ্ধিক সম্পত্তির স্বত্বাধিকার এবং প্রয়োজনীয়  পেটেন্ট তৈরির ক্ষেত্রে তাঁদের মতামত জানাতে পারবে। 
ভারতের উদ্ভাবনী ব্যবস্থাপনা ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৪-এ  প্রদর্শিত হবে। এখানে প্রথম সারির টেলিকম সংস্থা এবং উদ্ভাবকরা কোয়ান্টাম প্রযুক্তি এবং বৃত্তীয় অর্থনীতির অগ্রগতি তুলে ধরবে। এছাড়াও সিক্স জি, ফাইভজি প্রয়োগ সংক্রান্ত আলোচনা, ক্লাউড অ্যান্ড এজ কম্পিউটিং, আইওটি, সেমিকন্ডাক্টর, সাইবার নিরাপত্তা,  কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং বৈদ্যুতিন সামগ্রী সংক্রান্ত উত্পাদন নিয়েও আলোচনা হবে।  
এশিয়া মহাদেশের বৃহত্তম ডিজিট্যাল প্রযুক্তির ফোরাম হল ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। আন্তর্জাতিক ক্ষেত্রে টেলিযোগাযোগ ব্যবস্থাপনা ও প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবনী সমাধান, পরিষেবা, শিল্প সংস্থা, সরকার, শিক্ষাজগত, নতুন উদ্যোগ অর্থাৎ স্টার্ট আপ সংস্থাগুলির অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনের যা এক পরিচিত মঞ্চ। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৪-এ ১২০টির বেশি দেশের ৪০০র বেশি প্রদর্শনকারী এবং ৯০০ স্টার্টআপ সংস্থা যোগ দেবে। এই অনুষ্ঠানে ৯০০-র বেশি প্রযুক্তির প্রয়োগ দেখানো হবে। এখানে দেশ বিদেশের ৬০০-র বেশি বিশেষজ্ঞ ১০০-র বেশি অধিবেশনে যোগ দেবেন। 

 

PG/CB/SG


(Release ID: 2064925) Visitor Counter : 39