প্রধানমন্ত্রীরদপ্তর
স্বচ্ছ ভারত অভিযানের ১০ বছর উপলক্ষে নবীন প্রজন্মের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
“স্বচ্ছ ভারত অভিযানে বিদ্যালয়ের ছাত্রীদের জন্য পৃথক শৌচালয় গড়ে তোলায় অগ্রাধিকার দেওয়া হয়েছে”
प्रविष्टि तिथि:
02 OCT 2024 4:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ অক্টোবর, ২০২৪
স্বচ্ছ ভারত অভিযানের ১০ বছর উপলক্ষে নতুন দিল্লিতে বিদ্যালয় পড়ুয়াদের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তরে পড়ুয়া বলে, রোগ-ব্যাধি প্রতিরোধ এবং পরিচ্ছন্ন ও সুস্থ ভারত গড়ে তোলায় এই অভিযান বিশেষ কার্যকর ভূমিকা নিয়েছে। শৌচালয় না থাকলে রোগের প্রকোপ বাড়ে বলে উল্লেখ করে এক পড়ুয়া। প্রধানমন্ত্রী বলেন, আগে বহু মানুষ উন্মুক্ত স্থানে শৌচকর্ম করতে বাধ্য হতেন। এর ফলে, রোগের প্রকোপ বাড়তো এবং এই বিষয়টি মহিলাদের পক্ষে বিশেষ করে অস্বস্তিকর। স্বচ্ছ ভারত অভিযানে বিদ্যালয় ছাত্রীদের জন্য পৃথক শৌচালয় গড়ে তোলার উপর অগ্রাধিকার দেওয়ায় স্কুল ছুটের সংখ্যা কমেছে। মহাত্মা গান্ধী এবং লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীর প্রসঙ্গও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। যোগাভ্যাসে তরুণদের উৎসাহ অত্যন্ত ইতিবাচক প্রবণতা বলে প্রধানমন্ত্রী মনে করেন। পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাবে একজন পড়ুয়া পিএম সুকন্যা যোজনা সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গী ব্যক্ত করে। প্রধানমন্ত্রী বলেন, শিশুকন্যার জন্মের সময় এই যোজনার আওতায় খাতা খুললে এবং প্রতি বছর তাতে ১ হাজার টাকা করে জমা রাখলে পরবর্তীতে শিক্ষা কিংবা বিবাহের খরচে ব্যবহার করা যেতে পারে। ১৮ বছরে ৩২ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা সুদ সমেত আমানতের পরিমাণ দাঁড়ায় ৫০ হাজার টাকা। এক্ষেত্রে সুদের হার ৮.২ শতাংশ।
পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে গান্ধীজীর উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্বচ্ছ ভারত অভিযানের প্রতীক চিহ্ন হিসেবে গান্ধীজীর চশমার ব্যবহার এই বার্তায় দেয় যে, পরিচ্ছন্নতার কাজ কতদূর এগোচ্ছে, তা নজরে রাখছেন জাতির জনক। তিনি আরও বলেন, স্বচ্ছ ভারত অভিযানকে সফল করে তোলা প্রতিটি মানুষের কর্তব্য। পড়ুয়াদের পরিচ্ছন্নতার শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী।
PG/AC/SB
(रिलीज़ आईडी: 2061805)
आगंतुक पटल : 65
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam