WAVES BANNER 2025
তথ্যওসম্প্রচারমন্ত্রক

‘ক্রিয়েট ইন ইন্ডিয়া’ চ্যালেঞ্জের মাধ্যমে আপনার সৃজনশীলতাকে বিকশিত করুন

 Posted On: 29 SEP 2024 2:41PM |   Location: PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘মন কি বাত’-এর ১১৪তম পর্বে তাঁর ভাষণে চাকরির ধরনে দ্রুত পরিবর্তন এবং গেমিং, ছবি তৈরি প্রভৃতির মতো সৃজনশীল ক্ষেত্রে সুযোগ-সুবিধা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক আয়োজিত ক্রিয়েট ইন ইন্ডিয়ার ‘টুয়েন্টি ফাইভ চ্যালেঞ্জ’-এ অংশগ্রহণের জন্য প্রতিভাবানদের কাছে আর্জি জানান প্রধানমন্ত্রী। 


চাকরির বাজারে বিভিন্ন ধরনের পরিবর্তনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানকালে পরিবর্তনশীলতার যুগ চাকরির ধরন দ্রুত বদলাচ্ছে এবং গেমিং, অ্যানিমেশন, রিল তৈরি, ছবি তৈরি কিংবা পোস্টার তৈরির মতো চাকরির নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। যদি আপনি এগুলির যে কোনও একটিতে দক্ষতার পরিচয় দিতে পারেন, তবে আরও বৃহত্তর ক্ষেত্রে আপনার প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন।"


সঙ্গীত, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার বিকাশ ও সৃজনশীলতাকে তুলে ধরতে ‘টুয়েন্টি ফাইভ চ্যালেঞ্জ’ চালু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এই চ্যালেঞ্জগুলিতে অংশগ্রহণের জন্য wavesindia.org ওয়েবসাইটটি দেখার জন্য আর্জি জানান প্রধানমন্ত্রী। 


২২ অগাস্ট, ২০২৪ তারিখে নতুন দিল্লিতে ‘ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ – সেশন ওয়ান’-এর সূচনা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার, রেল এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব। 

 

PG/MP/SB


Release ID: (Release ID: 2060223)   |   Visitor Counter: 58