প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কুয়েতের যুবরাজের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Posted On: 22 SEP 2024 11:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৪


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কুয়েতের যুবরাজ শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-মুবারক আল-সাবাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। নিউ ইয়র্কে আজ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ৭৯-তম অধিবেশনের ফাঁকে তাঁদের এই সাক্ষাৎ হয়। তাঁদের উভয়ের মধ্যে এটাই প্রথম বৈঠক। 


প্রধানমন্ত্রী জানান, কুয়েতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে ভারত সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। উভয় নেতাই দৃঢ় ঐতিহাসিক সম্পর্ক এবং দু-দেশের মানুষের মধ্যে যোগাযোগের কথা উল্লেখ করেন। শক্তিক্ষেত্র, খাদ্য এবং সুরক্ষা চাহিদার ক্ষেত্রে উভয় দেশই পরস্পরকে সমর্থন করে আসছে বলে তাঁরা জানান। দু-দেশের পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও বৈচিত্র্যপূর্ণ করতে উভয় নেতা দৃঢ় আত্মপ্রত্যয় ব্যক্ত করেন। কুয়েতে প্রবাসী ভারতীয়দের কল্যাণ সুনিশ্চিত করায় প্রধানমন্ত্রী যুবরাজকে ধন্যবাদ জানিয়েছেন। সেদেশে ভারতীয় প্রবাসীর সংখ্যাই সর্ববৃহৎ। 

আশা করা হচ্ছে, ভারত ও কুয়েত উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে এই বৈঠক নতুন গতি সঞ্চয় করবে। 


PG/ AB /AG


(Release ID: 2057928) Visitor Counter : 21