কৃষিমন্ত্রক

প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা (পিএম-কেএমওয়াই)-এর সফল পাঁচ বছর

Posted On: 09 SEP 2024 4:41PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর ২০২৪

 

২০১৯-এর ১২ সেপ্টেম্বর সূচনা হওয়া প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা (পিএম-কেএমওয়াই) সারা দেশের ছোট এবং প্রান্তিক চাষীদের সামাজিক সুরক্ষা প্রদান করছে।

এটি বৃদ্ধ বয়সের জন্য স্বেচ্ছামূলক এবং নিজভাগ অবসর ভাতা কর্মসূচি। এতে একজন যোগ্য ক্ষুদ্র এবং প্রান্তিক চাষীকে ৬০ বছর বয়সের পর মাসিক ৩ হাজার টাকা দেওয়া হয়। কর্মক্ষম থাকাকালীন কৃষককে মাসে মাসে একটি নির্দিষ্ট অর্থ প্রদান করতে হয়, তার সমমূল্যের অর্থ প্রদান করে কেন্দ্রীয় সরকার।

১৮-৪০ বছর বয়সী কৃষকদের ৬০ বছর বয়স হওয়া পর্যন্ত মাসে ৫৫-২০০ টাকা দিতে হয়। ৬০ বছরে পৌঁছলে সেই কৃষকরা মাসে মাসে ৩ হাজার টাকা করে অবসর ভাতা পান। লাইফ ইনসুরেন্স কর্পোরেশন (এলআইসি) এই অবসর ভাতা তহবিলটির ব্যবস্থাপনায় আছে। সুবিধাপ্রাপকদের নথিভুক্তি হয় কমন সার্ভিস সেন্টার্স (সিএসসি) এবং রাজ্য সরকারের মাধ্যমে।

২ হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি আছে এবং ২০১৯-এর ১ আগস্ট পর্যন্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ল্যান্ড রেকর্ডে নথিভুক্ত এরকম সব কৃষক এই কর্মসূচির সুবিধা পাওয়ার যোগ্য। ২০২৪-এর ৬ আগস্ট পর্যন্ত ২৩.৩৮ লক্ষ কৃষক এই কর্মসূচিতে যোগ দিয়েছেন।

এই কর্মসূচিতে সবচেয়ে বেশি নথিভুক্তি হয়েছে বিহারে - ৩.৪ লক্ষ। ঝাড়খণ্ড আছে দ্বিতীয় স্থানে ২.৫ লক্ষের বেশি নথিভুক্তি নিয়ে। এরপরের স্থানগুলি দখল করেছে উত্তরপ্রদেশ ২.৫ লক্ষ, ছত্তিশগড় ২ লক্ষ এবং ওড়িশা ১.৫ লক্ষ।

মূল সুবিধাগুলি :

*এই কর্মসূচিতে প্রত্যেক গ্রাহকের ৬০ বছর হওয়ার পরে প্রতি মাসে ন্যূনতম ৩ হাজার টাকা পাওয়া নিশ্চিত।

*কোনো গ্রাহক মারা গেলে তাঁর স্ত্রী ফ্যামিলি পেনশন হিসেবে ৫০ শতাংশ অর্থাৎ, প্রতি মাসে ১,৫০০ টাকা পাবেন যদি না তিনি নিজেই এই কর্মসূচির সুবিধাপ্রাপক হন।

*এই কর্মসূচিতে নিজভাগের অর্থ দিতে গ্রাহক ‘পিএম কিষাণ সুবিধা’ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারেন। এর জন্য যোগ্য গ্রাহককে একটি এনরোলমেন্ট-কাম-অটো ডেবিট ম্যান্ডেট ফর্ম সই করে জমা দিতে হয়। এতে পিএম কিষাণ সুবিধা অ্যাকাউন্ট থেকে পেনশনের জন্য দেয় অর্থ সরাসরি ডেবিট হয়ে যাবে।

*কেন্দ্রীয় সরকার কৃষি সহযোগিতা এবং কৃষককল্যাণ দপ্তরের সাহায্যে একই পরিমাণ অর্থ জমা দিয়ে থাকে।

*কৃষকের এই কর্মসূচিতে যোগ দেওয়ার সময়কালীন বয়সের ভিত্তিতে মাসিক দেয় অর্থের পরিমাণ ৫৫ টাকা থেকে ২০০ টাকা হতে পারে।

রূপায়ণের পাঁচ বছর ধরে পিএম-কেএমওয়াই সারা ভারতের ছোট ও প্রান্তিক চাষীদের উল্লেখযোগ্যভাবে সক্ষম করে তুলেছে। পিএম-কেএমওয়াই-এর অন্যতম সাফল্য কৃষকদের আর্থিক স্থিরতা প্রদানে তার ভূমিকায়। কৃষির মরশুমি খামখেয়ালিপনার জন্য অনিশ্চিত ভবিষ্যৎ এবং আয়ের কম-বেশি হওয়ার সমস্যার যাঁরা সম্মুখীন, সেইসব কৃষকের এতে সুবিধা হবে। গ্রামীণ জনগণের সামাজিক সুরক্ষার বৈষম্য উল্লেখযোগ্যভাবে কমেছে এই কর্মসূচিতে। দেশের ‘অন্নদাতা’র জীবনের গুণমান বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

সূত্র :
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/182/AU2460_7AgQm0.pdf?source=pqals
https://pmkmy.gov.in/scheme/pmkmy
https://cish.icar.gov.in/hindi/event_page.php?a=Launch
https://pmkmy.gov.in/
https://pmkisan.gov.in/Documents/PM-KMY%20-%20Salient%20Features.pdf
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/jan/doc20221185101.pdf
https://maandhan.in/maandhan/summary
https://pmkisan.gov.in/Documents/PM-KMY%20-%20Operational%20Guidelines.pdf

পিডিএফ দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/sep/doc202499390501.pdf


PG/AP/DM.



(Release ID: 2053351) Visitor Counter : 23