নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৫-এর রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিন ১৫ সেপ্টেম্বর ২০২৪

Posted On: 07 SEP 2024 11:22AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৭ সেপ্টেম্বর ২০২৪

 

কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রকের উদ্যোগে প্রতি বছর রাষ্ট্রীয় বাল পুরস্কার (পিএমআরবিপি)-এর আয়োজন করা হয়। শিশুদের শক্তি ও স্বতস্ফূর্ততা, একাগ্রচিত্ততা, উৎসাহ-উদ্দীপনা এবং উচ্ছ্বাসকে উদযাপনের লক্ষ্যেই এই পুরস্কার প্রকল্পের আয়োজন করা হয়। 

২০২৫ সালের এই পুরস্কারের জন্য মনোনয়ন পাঠানোর শেষ তারিখ হল ১৫ সেপ্টেম্বর ২০২৪। জাতীয় পুরস্কারের পোর্টাল https://awards.gov.in-এ এই মনোনয়ন পাঠাতে হবে। 

মনে রাখতে হবে যে, শিশুকে অবশ্যই এদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক হতে হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত তাঁর বয়ঃসীমা হবে ১৮ বছর বা তার নীচে। 

 

PG/SKD/AS


(Release ID: 2053032) Visitor Counter : 36