রাষ্ট্রপতিরসচিবালয়

রাষ্ট্রপতি শিক্ষক দিবসের প্রাক্কালে শুভেচ্ছা জানিয়েছেন

Posted On: 04 SEP 2024 6:19PM by PIB Kolkata

নতুনদিল্লি ৪ সেপ্টেম্বর ২০২৪


রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু শিক্ষক দিবসের প্রাক্কালে সারা দেশের শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন “শিক্ষক দিবস উপলক্ষে আমি আমাদের দেশের সকল শিক্ষককে আমার আান্তরিক শুভেচ্ছা জানাই। এই দিনটি মহান শিক্ষাবিদ, দার্শনিক এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বেপল্লী রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকী, যিনি সারা দেশের অনুপ্রেরণার মহান উৎস ছিলেন। এই উপলক্ষে আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাই তাঁকে।
শিশুরা দেশের ভবিষ্যৎ। ছাত্র হিসেবে তারা শেখে জীবনশৈলী এবং মূল্যবোধ। শিক্ষকরা গুরু হিসেবে ছাত্রদের ভবিষ্যৎ নেতা হিসেবে গড়ে তুলতে পারেন, যারা আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের মনকে লালান করা, সার্বিক উৎকর্ষের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। শিক্ষকদের দায়িত্ব ছাত্রদের মধ্যে মূল্যবোধ, ভালো চিন্তা করার ক্ষমতা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ প্রোথিত করা। আধুনিক পদ্ধতি শিক্ষাদানের মাধ্যমে এবং প্রযুক্তির পূর্ণ ব্যবহার করে ২০২০-র জাতীয় শিক্ষানীতি অনুযায়ী শিক্ষকরা ছাত্রদের সৎ জীবন এবং উন্নত দেশ গড়তে সক্ষম করে তুলতে পারেন।
আমি আরও একবার সমগ্র শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানাই এবং আলোকপ্রাপ্ত সেইসব ছাত্র-ছাত্রী গড়ার প্রয়াসে সাফল্য কামনা করি, যেসব ছাত্র-ছাত্রী ভারতকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়”।


PG/AP/CS



(Release ID: 2052117) Visitor Counter : 14