যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ট্রাই-এর নির্দেশে স্প্যামিং-এর জন্য অ্যাক্সেস প্রদানকারী ৫০টি কালো তালিকায় রাখা হয়েছে

Posted On: 03 SEP 2024 3:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর, ২০২৪

 

ভারতের টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ট্রাই সম্প্রতি স্প্যাম কলে যথেষ্ট বৃদ্ধি লক্ষ্য করেছে। ২০২৪-এর প্রথম ৬ মাস অর্থাৎ জানুয়ারী থেকে জুন মাস পর্যন্ত নথিভুক্ত নয় এমন টেলি মার্কেটারদের বিরুদ্ধে ৭ লক্ষ ৯০ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। 

বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ট্রাই ২০২৪-এর ১৩ আগস্ট অ্যাক্সেস প্রদানকারীদের কড়া নির্দেশিকা জারি করেছে। এসআইপি, পিআরআই ব্যবহার করে টেলি মার্কেটিং করা এবং প্রচারের জন্য ভয়েস কলগুলি অবিলম্বে বন্ধ করার জন্য অ্যাক্সেস প্রদানকারীদের নির্দেশ দেওয়া হয়েছে। কোনও সংস্থা যদি তাদের কাজ যথাযথভাবে না করে তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দুবছরের জন্য কালো তালিকায় রাখা বা টেলিকম সম্পদগুলির ব্যবহার বন্ধ করে দেওয়া হতে পারে। 

এই নির্দেশিকা পাওয়ার পর অ্যাক্সেস প্রদানকারী সংস্থাগুলি কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। ৫০টি সংস্থাকে স্প্যাম কলের জন্য কালো তালিকায় রাখা হয়েছে। এছাড়া ২ লক্ষ ৭৫ হাজার এসআইপিডিআইডি/মোবাইল নাম্বারকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরফলে স্প্যাম কল কমবে বলে আশা করা হচ্ছে। গ্রাহকরাও খানিক স্বস্তি পাবেন। ট্রাই টেলিকম ব্যবস্থাপনাকে স্বচ্ছ বানাতে সংশ্লিষ্ট সকলের প্রতি আবেদন জানিয়েছে।  

 

PG/ PM /AG


(Release ID: 2051435) Visitor Counter : 58