@font-face { font-family: 'Poppins'; src: url('/fonts/Poppins-Regular.ttf') format('truetype'); font-weight: 400; font-style: normal; } body { font-family: 'Poppins', sans-serif; } .hero { background: linear-gradient(to right, #003973, #e5e5be); color: white; padding: 60px 30px; text-align: center; } .hero h1 { font-size: 2.5rem; font-weight: 700; } .hero h4 { font-weight: 300; } .article-box { background: white; border-radius: 10px; box-shadow: 0 8px 20px rgba(0,0,0,0.1); padding: 40px 30px; margin-top: -40px; position: relative; z-index: 1; } .meta-info { font-size: 1em; color: #6c757d; text-align: center; } .alert-warning { font-weight: bold; font-size: 1.05rem; } .section-footer { margin-top: 40px; padding: 20px 0; font-size: 0.95rem; color: #555; border-top: 1px solid #ddd; } .global-footer { background: #343a40; color: white; padding: 40px 20px 20px; margin-top: 60px; } .social-icons i { font-size: 1.4rem; margin: 0 10px; color: #ccc; } .social-icons a:hover i { color: #fff; } .languages { font-size: 0.9rem; color: #aaa; } footer { background-image: linear-gradient(to right, #7922a7, #3b2d6d, #7922a7, #b12968, #a42776); } body { background: #f5f8fa; } .innner-page-main-about-us-content-right-part { background:#ffffff; border:none; width: 100% !important; float: left; border-radius:10px; box-shadow: 0 8px 20px rgba(0,0,0,0.1); padding: 0px 30px 40px 30px; margin-top: 3px; } .event-heading-background { background: linear-gradient(to right, #7922a7, #3b2d6d, #7922a7, #b12968, #a42776); color: white; padding: 20px 0; margin: 0px -30px 20px; padding: 10px 20px; } .viewsreleaseEvent { background-color: #fff3cd; padding: 20px 10px; box-shadow: 0 .5rem 1rem rgba(0, 0, 0, .15) !important; } } @media print { .hero { padding-top: 20px !important; padding-bottom: 20px !important; } .article-box { padding-top: 20px !important; } }
WAVES BANNER 2025
তথ্যওসম্প্রচারমন্ত্রক

‘ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ – সেশন ১’-এ ওয়েভস-এর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীদের আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে এবং প্রতিভা বিকাশে সহায়তা করবে ভারত সরকার

 Posted On: 23 AUG 2024 5:31PM |   Location: PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ অগাস্ট ২০২৪

 

প্রথম সারির শিল্প প্রতিষ্ঠান ও সংস্থাগুলি আয়োজিত ‘ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ – সেশন ১’-এ ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট (ওয়েভস)-এর জন্য অ্যানিমেশন, সিনেমা তৈরি, গেমিং, সঙ্গীত এবং ভিজুয়াল আর্ট সহ ২৫টি চ্যালেঞ্জের ক্ষেত্রকে চিহ্নিত করা হয়েছে। 

ওয়েভস-এ চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীদের জন্য আন্তর্জাতিক সুযোগ সুবিধা 

ওয়েভস-এর এই ২৫টি বিভাগের ফাইনালে ওঠা সমস্ত প্রতিদ্বন্দ্বীদের সব ধরনের সুযোগ সুবিধার পথ প্রশস্ত করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। তাঁদের বিশ্বের বৃহত্তম মঞ্চগুলিতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে।  তাঁদের চূড়ান্ত প্রজেক্টে সহায়তা দান করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আগামী কয়েক মাসের মধ্যে এই সব সৃজনশীল গোষ্ঠীর জন্য দেশজুড়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে। 

১. দ্য ব্যাটেল অফ দ্য ব্যান্ডস এবং দ্য সিম্ফোনি অফ ইন্ডিয়া চ্যালেঞ্জের আয়োজন করবে প্রসার ভারতী। 

দ্য ব্যাটেল অফ দ্য ব্যান্ডস-এর মাধ্যমে আধুনিক এবং লোকসঙ্গীতের ওপর পরীক্ষানিরীক্ষা চালানো হবে। ভারতীয় সঙ্গীতের পরম্পরা এবং বৈচিত্র্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

দ্য সিম্ফোনি অফ ইন্ডিয়া প্রতিযোগিতার মাধ্যমে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের পরম্পরাকে জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের দ্রুত গতিশীল বিশ্বে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

২. অ্যানিমেশন ছবি নির্মাতাদের প্রতিযোগিতার লক্ষ্য হল, ভারতীয় অ্যানিমেশন শিল্পে বিপ্লব আনা এবং এই ধরনের ছবি তৈরির সঙ্গে যুক্ত প্রতিভাকে তুলে ধরা, শিল্পমহলের সঙ্গে তাঁদের যোগাযোগ ঘটিয়ে দেওয়া এবং তাঁদের দক্ষতার বিকাশ ঘটানো। আমাদের দেশে অ্যানিমেশন শিল্পের ব্যাপক অগ্রগতি ঘটলেও, প্রতিভার বিকাশ ও স্বীকৃতির ক্ষেত্রে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। 

৩. অ্যানিমে চ্যালেঞ্জের লক্ষ্য হল, উদ্ভাবকদের প্রতিভা, স্বীকৃতি প্রদান এবং শিল্পমহলের সঙ্গে পেশাদারদের যোগাযোগ ঘটিয়ে ভারতে অ্যানিমে এবং মাঙ্গা শিল্পে বিপ্লব আনা। আমাদের দেশে শিল্পের এই মাধ্যম দ্রুত জনপ্রিয় হয়ে উঠলেও, এখনও বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে। মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট  অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ১১টি শহরে রাজ্য ও জাতীয় স্তরে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে। 

৪. ইন্ডিয়া গেম ডেভেলপার কনফারেন্স (আইজিডিসি) আয়োজিত গেম জ্যাম হল, একটি জাতীয় স্তরের প্রতিযোগিতা, যার লক্ষ্য হল ভারতে গেম বিকাশ শিল্পে সৃজনশীলতা ও উদ্ভাবনকে বিকশিত করা। ভারতের ৬টি অঞ্চলে দুটি পর্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে প্রতিটি অঞ্চল থেকে ১০ জন করে প্রতিযোগী চূড়ান্ত পর্বে পৌঁছোনোর সুযোগ পেয়েছিল। 

৫. ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আয়োজিত এআই আর্ট ইনস্টলেশন চ্যালেঞ্জের লক্ষ্য হল, শিল্পকলা ও প্রযুক্তির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা। শিল্পগত তাৎপর্য ছাড়াও শিল্পের ক্ষেত্রে এই ধরনের প্রতিযোগিতার অসীম গুরুত্ব রয়েছে। শিল্পকলার ক্ষেত্রে এআই-এর সৃজনশীল প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি এবং সম্ভাব্য লগ্নিকারীদের মধ্যে উৎসাহ সৃষ্টির ক্ষেত্রে এটি একটি মঞ্চ হিসেব কাজ করছে। 

৬. অ্যাডভার্টাজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আয়োজিত ওয়েভস হ্যাকাথন : অ্যাডস্পেন্ড অপটিমাইজার প্রতিযোগিতার লক্ষ্য হল, উদ্ভাবনের বিকাশে সহায়তা করা এবং দক্ষতা বৃদ্ধি করা। আজকের প্রতিযোগিতামূলক ডিজিটাল ক্ষেত্রে বিজ্ঞাপনদাতারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই সব বাধা-বিপত্তি কাটিয়ে গ্রাহক স্বার্থে ডিজিটাল বিজ্ঞাপন পরিমণ্ডল গড়ে তোলাই হল এর উদ্দেশ্য। 

৭. কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন আয়োজিত কমিউনিটি রেডিও কনটেন্ট চ্যালেঞ্জ প্রতিযোগিতার লক্ষ্য হল, ভারতে বেতারের ক্ষেত্রে সৃজনশীলতা ও দক্ষতার বিকাশ ঘটানো। সিআরএস দেশজুড়ে তাদের সেরা অনুষ্ঠানগুলি তুলে ধরবে। প্রতিটি অনুষ্ঠানের সময়সীমা হবে ৩০ মিনিট। বিচারকরা ৫টি সেরা অনুষ্ঠানকে বেছে নেবেন। 

৮. ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া – এনএফডিসি আয়োজিত ফিল্ম পোস্টার তৈরি প্রতিযোগিতা একটি অনন্য উদ্যোগ। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতাকে উৎসাহিত করা হয়। উদীয়মান শিল্পীদের প্রতিভা বিকাশ ও স্বীকৃতির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। সেই সঙ্গে এই ধরনের পোস্টার দর্শকদের মধ্যে সিনেমা সম্পর্কে আকর্ষণ তৈরি করে। 

৯. ইন্ডিয়ান ডিজিটাল গেমিং সোসাইটি (আইডিজিএস) আয়োজিত শিক্ষামূলক ভিডিও গেম তৈরির প্রতিযোগিতার লক্ষ্য হল, ব্যবহারকারীদের, বিশেষ করে শিশুদের সৃজনশীল কাজে উৎসাহিত করা, অঙ্ক শেখা, ধাঁধার সমাধান করা এবং তাদের দক্ষতার বিকাশ ঘটানো। 

১০. ইন্ডিয়ান কমিক্স অ্যাসোসিয়েশন আয়োজিত কমিক্স ক্রিয়েটর চ্যাম্পিয়নশিপের লক্ষ্য হল, কমিক বই সৃষ্টি এবং সংস্কৃতিকে জনপ্রিয় করা। এতে পেশাদার ও অপেশাদার শিল্পীরা তাঁদের সৃষ্টিকর্ম নিয়ে অংশগ্রহণ করতে পারেন। তিনটি পর্বে এই প্রতিযোগিতা হয়ে থাকে। 

এই প্রতিযোগিতাগুলি স্রষ্টাদের শুধুমাত্র তাঁদের সাফল্যের স্বীকৃতি এনে দেয় না, সেই সঙ্গে দেশের অর্থনীতির বিকাশ ও অগ্রগতিতে উল্লেখযোগ্য সুযোগ সুবিধার সৃষ্টি করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এ ধরনের শিল্পীদের বিকাশে সব ধরনের সাহায্য করতে বদ্ধপরিকর। 


PG/MP/AS


Release ID: (Release ID: 2048855)   |   Visitor Counter: 88