প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

রাজস্থানের বিধায়ক অমৃতলাল মিনার প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Posted On: 08 AUG 2024 9:46PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৮ আগস্ট  , ২০২৪


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের সলুম্বর বিধানসভা আসনের বিধায়ক অমৃতলাল মিনার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী, নিজ এলাকার উন্নয়নে অমৃতলাল মিনার প্রতিশ্রুতিবদ্ধতার ও তার সাংগঠনিক কাজকর্মের কথা স্মরণ করেন। 
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন ; 
“রাজস্থানের সলুম্বরের বিজেপি বিধায়ক অমৃতলাল মিনার প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত।  তিনি দলের একজন কর্মঠ কর্মী ছিলেন। নিজ এলাকার উন্নয়নের পাশাপাশি সংগঠনকে মজবুত করার ক্ষেত্রেও তাঁর বহুমূল্য যোগদান ছিল। শোকের এই সময়ে তাঁর পরিবার পরিজন ও সমর্থকদের জানাই সমবোদনা। ওম শান্তি !”


PG/ PM /SG


(Release ID: 2048100) Visitor Counter : 42