প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ৩রা অগাস্ট কৃষি অর্থনীতিবিদদের ৩২তম আন্তর্জাতিক সম্মেলনের সূচনা করবেন

সম্মেলনের মূল ভাবনা : সুস্থিত কৃষি-খাদ্য ব্যবস্থার দিকে রূপান্তর

Posted On: 02 AUG 2024 12:17PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ আগস্ট ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৩রা অগাস্ট নতুন দিল্লির ন্যাশনাল এগ্রিকালচারাল সায়েন্স সেন্টার কমপ্লেক্সে কৃষি অর্থনীতিবিদদের ৩২তম আন্তর্জাতিক সম্মেলনের সূচনা করে বক্তব্য রাখবেন। 

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ এগ্রিকালচারাল ইকনমিস্টস আয়োজিত ত্রিবার্ষিক এই সম্মেলন ২ থেকে ৭ অগাস্ট পর্যন্ত চলবে। ভারতে ৬৫ বছর পর এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। 

এই বছরের সম্মেলনের মূল ভাবনা হল সুস্থিত কৃষি-খাদ্য ব্যবস্থার দিকে রূপান্তর। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অবক্ষয়, ক্রমবর্ধমান উৎপাদন খরচ ও দ্বন্দ্ব-সংঘর্ষের মতো বিশ্বব্যাপী চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে সুস্থিত কৃষির প্রয়োজনীয়তা তুলে ধরা হবে এই সম্মেলনে। বিশ্বব্যাপী কৃষি সংক্রান্ত চ্যালেঞ্জের মোকাবিলায় ভারতের সক্রিয় ভূমিকা এবং কৃষি গবেষণা ও নীতি প্রণয়নে দেশের অগ্রগতিও আলোচনায় স্থান পাবে। 

এবারের এই আন্তর্জাতিক সম্মেলনে তরুণ গবেষক ও প্রথম সারির পেশাদাররা তাঁদের কাজ বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ পাবেন। সম্মেলনের লক্ষ্য হল গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অংশীদারিত্ব আরও জোরদার করা, জাতীয় ও বিশ্ব স্তরে নীতি প্রণয়নের ওপর প্রভাব বিস্তার করা এবং ডিজিটাল কৃষি ও সুস্থিত কৃষি-খাদ্য ব্যবস্থায় ভারতের অগ্রগতিকে বিশ্বের সামনে তুলে ধরা। বিশ্বের ৭৫টি দেশ থেকে প্রায় এক হাজার প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন। 


PG/SD/AS


(Release ID: 2047212) Visitor Counter : 42