স্বরাষ্ট্র মন্ত্রক
নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুযায়ী আহমেদাবাদে ১৮৮ জন শরণার্থী ভাই-বোনের হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ
Posted On:
18 AUG 2024 5:54PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ আগস্ট ২০২৪
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ গুজরাটের আহমেদাবাদে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুযায়ী ১৮৮ শরণার্থী ভাই-বোনের হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
তাঁর ভাষণে অমিত শাহ বলেন, সিএএ শুধুমাত্র দেশের লক্ষ লক্ষ মানুষকে নাগরিকত্ব দানের বিষয় নয়, সেই সঙ্গে লক্ষ লক্ষ শরণার্থীকে ন্যায় ও অধিকার প্রদান। তিনি বলেন, আগের সরকারগুলির নীতির জন্য ১৯৪৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশে যাঁরা শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন, তাঁরা অধিকার ও ন্যায় পাননি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই সব লক্ষ কোটি মানুষের জন্য ন্যায়ের ব্যবস্থা করেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, স্বাধীনতার সময় ভারত ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল এবং সেই সময় ভয়াবহ দাঙ্গা হয়েছিল। তিনি বলেন, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের কোটি কোটি হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তাঁদের দুর্দশা ভুলতে পারবেন না। এই সব প্রতিবেশী দেশ থেকে যাঁরা শরণার্থী হিসেবে এসেছেন, তাঁদের নাগরিকত্ব প্রদান করা হবে।
শ্রী অমিত শাহ বলেন, কোটি কোটি মানুষ নিজেদের দেশ ছেড়ে পালিয়েছিলেন এবং চরম দুর্দশা ভোগ করেছিলেন, অনেকে তাঁদের পরিবার ও সম্পত্তি হারিয়েছেন, কিন্তু ভারতে তাঁদের নাগরিকত্ব দেওয়া হয়নি। তিনি বলেন, ১৯৪৭ থেকে ২০১৯ এবং ২০১৯ থেকে ২০২৪, এই যাত্রাপথ এদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শ্রী শাহ অভিযোগ করেন, বিরোধীরা একদিকে সীমান্তে অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছেন, অন্যদিকে, যাঁরা আইন মানছেন, তাঁদের নাগরিকত্বের বিরোধিতা করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের জন্য আইন এবং আইনের জন্য মানুষ নয়। তিনি বলেন, ২০১৪ সালে আমরা সিএএ-র প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং ২০১৯ সালে মোদী সরকার এই আইন প্রণয়ন করে। শ্রী শাহ বলেন, এই আইনে কোন নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়নি, এটি হল নাগরিকত্ব প্রদানের আইন।
শ্রী অমিত শাহ বলেন, ২০১৯ সালে এই আইন তৈরি করা হলেও ২০২৪ সাল পর্যন্ত এই পরিবারগুলিকে নাগরিকত্ব দেওয়া যায়নি। কারণ, দেশের বিভিন্ন অংশে দাঙ্গা বাঁধানো হয়েছিল এবং সংখ্যালঘুদের উস্কানি দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনও কিছু কিছু রাজ্য সরকার মানুষকে বিপথে চালিত করছে। নাগরিকত্বের জন্য আবেদন করতে তিনি শরণার্থীদের কাছে আর্জি জানান এবং তাঁদের চাকরি, বাড়ি প্রভৃতি আগের মতোই থাকবে বলে আশ্বাস দেন। শ্রী শাহ শরণার্থীদের উদ্দেশে বলেন, এই আইন তাঁদের ন্যায় এবং সম্মানের জন্য তৈরি করা হয়েছে এবং শরণার্থীরা নির্যাতনের হাত থেকে রক্ষা পাবেন।
তিনি বলেন, যাঁরা আমাদের আশ্রয়ে রয়েছেন, তাঁরা জীবনে আত্মসম্মান নিয়ে বাঁচার যোগ্য এবং নিজেদের বিশ্বাস অনুযায়ী, ধর্মাচরণ করতে পারবেন। শ্রী শাহ বলেন, যদি প্রতিবেশীরা তাঁদের নিজেদের দেশে মর্যাদার সঙ্গে বসবাস করতে না পারেন এবং আমাদের কাছে আশ্রয় চান, তবে আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে শরণার্থীরা এই আইনের দাবি জানিয়ে আসছিলেন এবং ২০১৯ সালে প্রধানমন্ত্রী মোদী কঠোর সিদ্ধান্ত নেন এবং আইন প্রণয়ন করেন। তিনি বলেন, এই আইন তৈরির পর দেশের কিছু কিছু জায়গায় হিংসা ছড়িয়ে পড়েছিল, শেষ পর্যন্ত ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে আমরা নাগরিকত্বের শংসাপত্র প্রদানে সক্ষম হই।
শ্রী শাহ বলেন, গত ১০ বছর ধরে মোদী জি নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি বলেন, এবছরের ১৫ অগাস্ট প্রধানমন্ত্রী মোদী পরিবারতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ১ লক্ষ তরুণকে রাজনীতিতে যোগ দেওয়ার আবেদন জানান, যাঁদের পরিবারে কেউ কখনও রাজনীতি করেনি। তিনি বলেন, মোদী জি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। প্রধানমন্ত্রী মোদী দেশে এক নতুন রাজনৈতিক দর্শন তৈরি করেছেন বলে মন্তব্য করেন তিনি।
শ্রী অমিত শাহ শরণার্থীদের উদ্দেশে বলেন, বিরোধী দলগুলি তাঁদের বিপথে চালিত করার চেষ্টা করবে, কিন্তু তাঁরা যেন ভীত না হন।
PG/MP/AS
(Release ID: 2046534)
Visitor Counter : 65
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada