প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথোপকথনকালে গঠনমূলক উদ্যোগ ও প্রচেষ্টায় ওই দেশের পাশে থাকার অঙ্গীকারের কথা ব্যক্ত করলেন ভারতের প্রধানমন্ত্রী

বাংলাদেশে বসবাসকারী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তার আর্জি জানালেন তিনি মহম্মদ ইউনুসের কাছে

Posted On: 16 AUG 2024 4:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ আগস্ট, ২০২৪

 

অন্তর্বর্তী বাংলাদেশ সরকারের মুখ্য উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুসের সঙ্গে আজ টেলিফোনে কথোপকথন হয় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর। 

টেলিফোনে আলাপচারিতার সময় শ্রী মোদী এক স্থায়ী, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশ গঠনে ভারতের সমর্থন ও সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষের পাশে যে ভারত সর্বদাই রয়েছে, এই অঙ্গীকারের কথাও তিনি আরও একবার উল্লেখ করেন। বাংলাদেশে বসবাসকারী সকল হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়গুলির সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন মহম্মদ ইউনুসের কাছে। 

অধ্যাপক ইউনুস ভারতের প্রধানমন্ত্রীকে এই মর্মে আশ্বস্ত করেন যে তাঁর দেশের অন্তর্বর্তী সরকার হিন্দু সহ বাংলাদেশের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়গুলির সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকারের দৃষ্টিতে দেখবে। 

দু’দেশের জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে সম্পর্কেও আলোচনা ও মতবিনিময় হয় দুই নেতার মধ্যে। 
 

PG/SKD/DM


(Release ID: 2046375) Visitor Counter : 32