প্রধানমন্ত্রীরদপ্তর
দেশের কৃষকদের ক্ষমতায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Posted On:
11 AUG 2024 4:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ অগাস্ট, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, সরকার দেশের কৃষকদের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে তিনি আজ ১০৯ ধরনের নতুন শস্যবীজ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, জলবায়ু উপযোগী উন্নত মানের এই শস্যবীজগুলি কৃষকদের আয় বাড়াতে সহায়ক হবে।
প্রধানমন্ত্রী, কৃষকরা ক্রমাগত জৈব কৃযিতে উৎসাহী হওয়ায় সন্তোষপ্রকাশ করেন। জৈব কৃষি সম্পর্কে কৃষকদের অভিজ্ঞতার কথা শোনেন এবং এর উপকারিতা সম্পর্কে তাঁদের সঙ্গে আলোচনাও করেন।
প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেন ;
“আমরা আমাদের কৃষক ভাই-বোনদের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যেই আমি আজ দিল্লিতে ফসলের ১০৯ রকম নতুন বীজ প্রকাশ করেছি। জলবায়ু অনুকূল এবং বেশি ফসল প্রদানকারী এই নানা রকম বীজগুলি উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমাদের অন্নদাতাদের আয় বাড়াতেও সহায়ক হবে।”
“আমাদের কৃষক ভাই-বোনরা জৈব কৃষির দিকে দ্রুত গতিতে এগিয়ে চলেছেন বলে আমি আনন্দিত। আজ তাঁদের অভিজ্ঞতা কাছ থেকে জানার সুযোগ হয়েছে আমার। এই উপলক্ষে আমরা জৈব কৃষির উপকারিতা এবং এর প্রসার নিয়েও আলোচনা করেছি।”
PG/PM/NS
(Release ID: 2044809)
Visitor Counter : 35
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam