রাষ্ট্রপতিরসচিবালয়
ফিজিতে ভারতের রাষ্ট্রপতি; ফিজির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক
ফিজির সর্বোচ্চ অসামরিক সম্মান – কম্পানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি প্রদান করা হল রাষ্ট্রপতিকে
ফিজির সংসদে ভাষণ দিলেন রাষ্ট্রপতি; বললেন, ভারত জলবায়ু সংক্রান্ত সুবিচারের জন্য ফিজি ও অন্যান্য মহাসাগরীয় রাষ্ট্রগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে
ফিজির প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখলেন রাষ্ট্রপতি; বললেন, বিশ্বজুড়ে থাকা প্রবাসী ভারতীয়রা আমাদের স্বপ্নের ভারত গড়ার যাত্রায় গুরুত্বপূর্ণ অংশীদার
प्रविष्टि तिथि:
06 AUG 2024 3:07PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৬ অগাস্ট, ২০২৪
ত্রিদেশীয় সফরের প্রথম পর্বে আজ সকালে (৬ অগাস্ট, ২০২৪) রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ফিজির সুভায় পৌঁছেছেন। গতকাল তিনি নাদিতে ছিলেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি রাবুকা, রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপ্রধান ফিজি সফরে গেলেন। রাষ্ট্রপতির সফরসঙ্গী হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী জর্জ কুরিয়ান এবং লোকসভার দুই সাংসদ শ্রী সৌমিত্র খা ও শ্রী যুগল কিশোর।
বিমানবন্দরে ফিজির প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রাষ্ট্রপতিকে প্রথাগতভাবে স্বাগত জানানো হয়। স্টেট হাউসে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ফিজির রাষ্ট্রপতি রাতু উইলিয়াম মাইভালিলি কাতোনিভেরে। ভারত ও ফিজির দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়। রাষ্ট্রপতি বলেন, প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির সঙ্গে উন্নয়নমূলক অংশীদারিত্ব আরও জোরদার করতে ভারত অঙ্গীকারবদ্ধ এবং এক্ষেত্রে ফিজি ভারতের এক গুরুত্বপূর্ণ অংশীদার।
স্টেট হাইসে ফিজির রাষ্ট্রপতি, শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে ফিজির সর্বোচ্চ অসামরিক সম্মান – কম্পানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি প্রদান করেন। গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের উদ্যোগে চালু হওয়া ‘রাষ্ট্রপ্রধানদের বাসভবনের সৌর বৈদ্যুতিকীকরণ’ প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন শ্রীমতী মুর্মু।
ফিজির সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দুদেশের আকারের মধ্যে বিপুল পার্থক্য থাকলেও বহু দিক থেকেই ভারত ও ফিজির মধ্যে সাদৃশ্য রয়েছে। দুটি দেশেই রয়েছে প্রাণবন্ত গণতন্ত্র। তৃণমূল স্তর পর্যন্ত গণতন্ত্রকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভারত তার অভিজ্ঞতা দিয়ে এক ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসেবে ফিজিকে সাহায্য করতে প্রস্তুত।
রাষ্ট্রপতি বলেন, জলবায়ু পরিবর্তন এবং মানব সংঘাতের সমাধান খুঁজতে দুই দেশই অভিন্ন দৃষ্টিভঙ্গী নিয়ে চলে। বিশ্বের কল্যাণসাধনে ফিজির অসাধারণ ভূমিকা রয়েছে। ভারত সবসময়ই ফিজির পাশে আছে।
ফিজির মানুষের সাধারণ জীবনযাপন, ঐতিহ্য ও প্রথার প্রতি তাদের প্রগাঢ় শ্রদ্ধার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, মুক্ত ও বহুপাক্ষিক সাংস্কৃতিক পরিবেশের দেশ ফিজির থেকে বিশ্বের অনেক কিছু শেখার রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ফিজির সহযোগিতা বাড়তে থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি। ভারত জলবায়ু সংক্রান্ত সুবিচারের জন্য ফিজি ও অন্যান্য মহাসাগরীয় রাষ্ট্রগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে বলে আশ্বাস দেন রাষ্ট্রপতি।
ফিজিরি প্রধানমন্ত্রী সিতিভেনি রাবুকা, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও মজবুত করা সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং দূষণমুক্ত পুনর্নবীকরণযোগ্য শক্তির বিকাশে ভারত ফিজির সঙ্গে তার অংশীদারিত্ব আরও নিবিড় করতে চায় বলে রাষ্ট্রপতি, ফিজির প্রধানমন্ত্রীর জানান।
দুই নেতা কয়েকটি প্রকল্পের জমি বন্টন অনুষ্ঠানেও যোগ দেন।
ফিজির প্রবাসী ভারতীয়দের এক সভায় যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন, ১৪৫ বছর আগে ভারত থেকে যে শ্রমিকরা কাজের খোঁজে ফিজিতে এসেছিলেন, তাঁরা সমস্ত প্রতিকূলতা অগ্রাহ্য করে নিজেদের সুদৃঢ় ইচ্ছাশক্তি ও পরিশ্রমের মাধ্যমে এই দেশকে সমৃদ্ধ করেছেন। এই দেশই তাঁদের মাতৃভূমি হয়ে উঠেছে। তাঁদের অদমনীয় প্রয়াস সারা বিশ্বের কাছে প্রেরণার এক উৎস হয়ে রয়েছে। বিশ্বজুড়ে থাকা প্রবাসী ভারতীয়রা আমাদের স্বপ্নের ভারত গড়ার যাত্রায় গুরুত্বপূর্ণ অংশীদার বলে রাষ্ট্রপতি মন্তব্য করেন।
রাষ্ট্রপতি সুভায় শহীদদের স্মৃতিতে নির্মিত জাতীয় যুদ্ধ স্মারক পরিদর্শন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাইস্কুলে গিয়ে গান্ধীজীর প্রতি শ্রদ্ধা জানান তিনি।
ফিজির রাষ্ট্রপতি রাতু উইলিয়াম মাইভালিলি কাতোনিভেরে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মানে স্টেট হাউসে এক অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে ফিজির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তাঁর সাদর অভ্যর্থনার জন্য ফিজির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, ফিজি সরকার এবং ফিজির মানুষজনকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি সুভা থেকে নাদিতে ফিরে যান। সেখান থেকে আগামীকাল তিনি নিউজিল্যান্ডের অকল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন।
PG/SD/SKD
(रिलीज़ आईडी: 2042485)
आगंतुक पटल : 131
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada