যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তল দলগত বিভাগে ব্রোঞ্জ পদক জয় মনু ভাকের ও সরবজোত সিং-এর
Posted On:
30 JUL 2024 4:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ জুলাই, ২০২৪
দুই ভারতীয় শ্যুটার মনু ভাকের ও সরবজোত সিং নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে প্যারিস অলিম্পিকে আজ ব্রোঞ্জ পদক জিতে নিয়েছেন। এরফলে এবারের অলিম্পিকে দুটি পদক জিতলো ভারত। ফাইনালে তাঁরা হারিয়েছেন কোরিয়া প্রজাতন্ত্রের প্রতিদ্বন্দ্বীকে। এবারের অলিম্পিকে এ নিয়ে দ্বিতীয় ব্রোঞ্জ পদক জিতে নিলেন মনু।
২০১৯ থেকে খেলো ইন্ডিয়া অ্যাথলিট হিসেবে ৪টি খেলো ইন্ডিয়া গেমসে অংশগ্রহণ করেছেন সরবজোত সিং। মনু ভাকেরও খেলো ইন্ডিয়া ক্রীড়ায় প্রাক্তন প্রতিদ্বন্দ্বী।
যোগ্যতা নির্ণায়ক রাউন্ড:
১০ মিটার এয়ার পিস্তল মিক্সড-এর যোগ্যতা নির্ণায়ক পর্বে মনু ভাকের এবং সরবজোত সিং দুজনই দক্ষতার প্রমাণ দেন। দুজনের মিলিত স্কোর দাঁড়ায় ৫৮০।
উল্লেখযোগ্য সরকারি সহায়তা :
সরবজোত সিং
প্যারিস অলিম্পিকে যোগদানের আগে সরবজোত সিং-কে ভারত সরকার নানাভাবে সহায়তা করেছে। ২০২৩-এর ১৭ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হয়। টপস-এর আওতায় তাঁকে ২০,২৪,৯২৮ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। ২০২২-এর এশিয়ান গেমসে তিনি দলগত বিভাগে সোনা জয় এবং মিক্সড বিভাগে রৌপ্য পদক জয় করেন। ২০২৩-এ ভোপালে বিশ্বকাপে ব্যক্তিগত বিভাগে স্বর্ণ পদক জিতে নেন। ২০২১-এ লিমায় জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে দলগত এবং মিক্সড বিভাগে স্বর্ণপদক জয়লাভ করেন।
মনু ভাকের
মনু ভাকেরকে অলিম্পিকের প্রস্তুতি পর্বে প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রী দিয়ে সহায়তা করেছে ভারত সরকার। টপস-এর আওতায় তাঁকে ২৮,৭৮,৬৩৪ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। ২০২২-এ ২৫ মিটার পিস্তল টিম বিভাগে স্বর্ণ পদক জিতেছেন তিনি। ২০২৩-এ বাকুতে ২৫ মিটার পিস্তল টিমেও সোনা জয় করেন মনু।
PG/ MP /AG
(Release ID: 2039249)
Visitor Counter : 160
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Kannada
,
Malayalam