পরিবেশওঅরণ্যমন্ত্রক

বাতাসের গুণমান, জলবায়ু পরিবর্তন, বনাঞ্চল, প্রাকৃতিক সম্পদ, পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস ও বন্যপ্রাণী নিয়ে ভারত এবং ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

Posted On: 12 JUL 2024 11:38AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ জুলাই, ২০২৪

 

ভুটান সরকারের শক্তি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী জেম শেরিং-এর নেতৃত্বে সেদেশের এক প্রতিনিধি দল কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শ্রী কীর্তি বর্ধন সিং-এর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বাতাসের গুণমান, জলবায়ু পরিবর্তন, বনাঞ্চল, প্রাকৃতিক সম্পদ, পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস ও বন্যপ্রাণী সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। 

ইন্টারন্যাশনাল বিগক্যাট অ্যালায়েন্স নিয়ে ভারত বিশ্বব্যাপী যে উদ্যোগ নিয়েছে তাতে ভুটানের যোগদানের জন্য সেদেশের মন্ত্রীকে ধন্যবাদ জানান শ্রী কীর্তি বর্ধন সিং। তিনি বলেন, উভয় দেশেরই একই ভৌগলিক অবস্থান, বাস্তুতন্ত্রের পাশাপাশি গণতন্ত্রের অভিন্ন মূল্যবোধ রয়েছে। জলবায়ু পরিবর্তন উভয় দেশের কাছেই সমান উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেন তিনি।

২০২৪-এর এপ্রিল মাসে পারো-তে ধারাবাহিকভাবে অর্থ সংস্থানের মাধ্যমে টাইগার ল্যান্ডস্কেপ কনফারেন্স আয়োজন সফল করে তোলা সম্পর্কে জানান শেরিং। তিনি বলেন, ভুটান ইতিমধ্যেই নীট কার্বন নিঃসরণ শূন্যের নীচে নিয়ে যেতে সফল দেশগুলির মধ্যে স্থান করে নিয়েছে এবং জলবিদ্যুৎ থেকেই সিংহভাগ শক্তি উৎপাদন করে থাকে।

উভয় দেশই জলবায়ু পরিবর্তন, বাতাসের গুণমান, বনাঞ্চল, বন্যপ্রাণ ব্যবস্থাপনা এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির বিষয়ে একযোগে কাজ করতে সহমত পোষণ করেছে। ভারত যৌথ কার্যকরী গোষ্ঠীর বৈঠক আয়োজন করার বিষয়ে পরামর্শ দিয়েছে।

PG/SS/SKD



(Release ID: 2032928) Visitor Counter : 21