প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

হাথরসের ঘটনায় শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর, এককালীন অর্থসাহায্য ঘোষণা

Posted On: 02 JUL 2024 8:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ জুলাই, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের হাথরসে মৃত্যুর ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন এবং মৃত ও আহতদের নিকট আত্মীয়কে এককালীন অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। 

শ্রী মোদী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের নিকট আত্মীয়কে ২ লক্ষ টাকা করে এবং আহতদের এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। 

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানানো হয়েছে: 

"প্রধানমন্ত্রী শ্রী @narendramodi জি হাথরসের ঘটনায় পিএমএনআরএফ থেকে নিহতদের প্রত্যেকের নিকট আত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের এককালীন দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।" 

এই দুঃখজনক ঘটনা নিয়ে শ্রী মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও কথা বলেছেন এবং মৃত ও আহতদের সহায়তার আশ্বাস দিয়েছেন। 

এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন: 

"উত্তরপ্রদেশের হাথরসের দুঃখজনক ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি-র সঙ্গে কথা বলেছি। উত্তরপ্রদেশ সরকার দুর্ঘটনার শিকার প্রত্যেককে সহায়তা করে চলেছে। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। @myogiadityanath"

 

PG/ MP /AG


(Release ID: 2030325) Visitor Counter : 69