উপ-রাষ্ট্রপতিরসচিবালয়

রাজ্যসভার ২৬৪-তম অধিবেশনের সূচনায় চেয়ারম্যান শ্রী জগদীপ ধনখড়ের উদ্বোধনী ভাষণ

Posted On: 27 JUN 2024 1:46PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ জুন, ২০২৪

 

মাননীয় সদস্যবৃন্দ, রাজ্যসভার ২৬৪-তম অধিবেশনের সূচনায় আমি আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। দেশের সাধারণ নির্বাচন এবং চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের পর এটিই প্রথম অধিবেশন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, ভারতের নাগরিকরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধের প্রতি তাঁদের বিশ্বাস পুনর্ব্যক্ত করেছেন। গণতন্ত্রের উৎসবের এই সফল সমাপন আমাদের সবার কাছে অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। 

সাম্প্রতিক দ্বিবার্ষিক নির্বাচনের পর এই সভাও আংশিকভাবে পুনর্গঠিত হয়েছে। যে ৬১ জন নতুন সদস্য সভায় নির্বাচিত/মনোনীত হয়েছেন, তাঁদের সবাইকে অভিনন্দন। নতুন সদস্যরা অবশ্যই তাঁদের সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করবেন এবং মানুষের আশা-আকাঙ্খা পূরণে অবদান রাখবেন।

আসুন, গণতন্ত্রের পূর্ণ প্রস্ফুটনের লক্ষ্যে আমরা সবাই একযোগে কাজ করি। সংলাপ, আলোচনা, মতবিনিময় ও বিতর্কের মধ্য দিয়ে গণতন্ত্রের চেতনার পূর্ণ বিকাশে আমাদের অবদান রাখি। 

    


PG/SD/NS….



(Release ID: 2029319) Visitor Counter : 12