মানবসম্পদবিকাশমন্ত্রক
এনটিএ পরিচালিত শিক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ ও অবাধ করে তুলতে ৭ সদস্যের এক বিশেষজ্ঞ কমিটি গঠন করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক
Posted On:
22 JUN 2024 3:04PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ জুন, ২০২৪
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরিচালিত পরীক্ষাগুলিকে স্বচ্ছ ও অবাধ করে তুলতে ৭ সদস্যের এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই কমিটির কাজ হবে পরীক্ষা পরিচালন ও প্রক্রিয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার, ডেটা সংরক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করে তোলা এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাঠামো ও কাজকর্মকে আরও সুনিয়ন্ত্রিত করে তোলার জন্য মন্ত্রকের কাছে সুপারিশ পেশ করা। বিশেষজ্ঞ কমিটির নেতৃত্বে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান তথা আইআইটি কানপুরের চেয়ারম্যান (বিওজি) ডঃ কে রাধাকৃষ্ণাণ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আইআইটি মাদ্রাজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসার এমিরিটাস শ্রী কে রামমূর্তি, এইমস দিল্লির ভূতপূর্ব ডিরেক্টর ডঃ রণদীপ গুলেরিয়া, হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বি জে রাও, 'কর্মযোগী ভারত'-এর বোর্ড মেম্বার শ্রী পঙ্কজ বনসল, আইআইটি দিল্লির ছাত্র-ছাত্রীদের ডীন অধ্যাপক আদিত্য মিত্তল এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী গোবিন্দ জয়সোয়াল। তিনি বিশেষজ্ঞ কমিটির সদস্য সচিবের দায়িত্বও পালন করবেন।
আগামী ২ মাসের মধ্যে কমিটির রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে।
PG/SKD/AS
(Release ID: 2028049)
Visitor Counter : 90
Read this release in:
English
,
Khasi
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam