প্রধানমন্ত্রীরদপ্তর

বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ পরিদর্শন প্রধানমন্ত্রীর

Posted On: 19 JUN 2024 1:39PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ জুন, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ পরিদর্শন করেন। নালন্দা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা হয়। ২০১৬ সালে নালন্দার ধ্বংসাবশেষকে ঐতিহ্যবাহী স্থল হিসেবে ঘোষণা করে রাষ্ট্রসঙ্ঘ।

এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :

“নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ অত্যন্ত দর্শনীয়। প্রাচীন বিশ্বের জ্ঞানের অন্যতম সেরা পীঠস্থান পরিদর্শন করা এক বড় প্রাপ্তি।  এই স্থলে অতীতের পাণ্ডিত্যের নানা ঝলক দেখা যায়, যা একসময় এখানে বিকশিত হয়েছিল।  ‍নালন্দা মেধা চর্চার চেতনা সৃষ্টি করেছে, যা আমাদের দেশে বিকশিত হয়ে চলেছে।”

PG/MP/SKD



(Release ID: 2026837) Visitor Counter : 25