অর্থমন্ত্রক

ভারতীয় কাস্টমসের নামে প্রতারণার বিরুদ্ধে প্রচারাভিযান সিবিআইসি-র

Posted On: 16 JUN 2024 12:15PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ জুন, ২০২৪

 

বিভিন্ন নিউজ পোর্টাল / সোশ্যাল মিডিয়ায় কাস্টমসের অফিসার সেজে মানুষের কষ্টার্জিত অর্থ প্রতারণার বেশ কয়েকটি ঘটনা নজরে এসেছে। ফোন কল বা এসএমএস-এর মাধ্যমে এসব প্রতারণা করা হচ্ছে এবং আইনি ব্যবস্থার ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। 

এ ধরনের প্রতারণার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে বিভিন্ন ধরনের প্রচারাভিযান চালাচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি)। এর মধ্যে রয়েছে – সংবাদপত্রে বিজ্ঞাপন, সাধারণ মানুষের কাছে এসএমএস / ই-মেল পাঠানো, সামাজিক মাধ্যমে প্রচার প্রভৃতি।

সিবিআইসি-র পক্ষ থেকে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপের পরামর্শ দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, কাস্টমস অফিসাররা কখনই ফোন, এসএমএস কিংবা ই-মেল-এ টাকার জন্য যোগাযোগ করেন না। এ ধরনের কোনও ফোন এলে কখনই নিজের ব্যক্তিগত তথ্য (যেমন পাসওয়ার্ড, সিভিভি, আধার নম্বর প্রভৃতি) অথবা টাকা অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা সংস্থার কাছে পাঠাবেন না।  ভারতীয় কাস্টমসের সঙ্গে যোগাযোগ করতে হলে ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর (ডিআইএন)-এর মাধ্যমে সিবিআইসি-র ওয়েবসাইট https://esanchar.cbic.gov.in/DIN/DINSearch -এ গিয়ে যাচাই করে নিতে হবে। এ ধরনের ঘটনা ঘটলে 
 http://www.cybercrime.gov.inবা হেল্পলাইন নম্বর 1930-এ যোগাযোগ করুন।

PG/MP/DM



(Release ID: 2025828) Visitor Counter : 16